Human VS AI: আজকের প্রযুক্তিনির্ভর যুগে আমরা অনেক ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ওপর নির্ভর করছি। অথচ একসময় শুধুমাত্র মানুষের বিচারবুদ্ধিই ছিল চূড়ান্ত সিদ্ধান্তের ভরসা। তবে এখন প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণে কে বেশি সক্ষম, মানুষ নাকি AI?
তথ্য বিশ্লেষণে AI-এর পারদর্শিতা
AI-এর বড় শক্তি হল এর বিশাল ডেটা বিশ্লেষণের ক্ষমতা। কেমব্রিজ জজ বিজনেস স্কুল-এর ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে AI অনেক দ্রুত এবং সক্ষম। যেমন, AI অটো ইন্ডাস্ট্রিতে দ্রুত পণ্য ডিজাইন করেছে, কম খরচে প্রোডাকশন ও অপারেশন চালিয়েছে, বৈচিত্র্যময় এবং বিপুল ডেটার মাধ্যমে বাজারে দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।
আরও পড়ুন- ঝুলনকে ঘিরে আনন্দে মাতোয়ারা দেশ, বৃন্দাবনে বিশেষ আয়োজন
স্বাস্থ্যসেবায় AI-এর ভূমিকা
স্বাস্থ্যসেবায় AI ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশেষ করে ক্যানসারের মত জটিল রোগ শনাক্তকরণে AI ভিত্তিক ডায়াগনস্টিক সিস্টেমগুলো মানুষকেও পেছনে ফেলে দিচ্ছে। নির্ভুলতা, গতি এবং বিশ্লেষণ ক্ষমতায় AI মানুষের চেয়ে একধাপ এগিয়ে।
আরও পড়ুন- আজ শুরু ঝুলনযাত্রা, এই উৎসবের পিছনে আছে এক বিরাট কাহিনি
কৌশল এবং নীতি নির্ধারণে মানুষের শক্তি
যদিও AI ডেটার ওপর নির্ভর করে কাজ করে, তবুও কৌশলগত চিন্তাভাবনা এবং নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আজও অপরিহার্য। অনিশ্চিত এবং হঠাৎ পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ দ্রুত মানিয়ে নিতে পারে। গবেষণায় দেখা গেছে, বাজার হঠাৎ বদলে গেলে AI সিইওরা ফেইল করেছে। কিন্তু, মানুষ কৌশল পাল্টে পরিস্থিতি সামাল দিচ্ছে অনায়াসে।
আরও পড়ুন- বিড়াল ভালোবাসেন? আঁচড়ে কী হতে পারে জানেন, শুনলে শিউড়ে উঠবেন
সৃজনশীলতায় কে সেরা?
সৃজনশীলতা AI-এর এক দুর্বল দিক। ২০২৪ সালের কেমব্রিজ গবেষণায় দেখা গেছে, মানুষ এবং AI একসঙ্গে আইডিয়া তৈরি করলে শুরুতে ভালো ফল হয়, কিন্তু ধীরে ধীরে AI-এর আইডিয়াগুলোতে নতুনত্বের অভাব দেখা দেয়। বিজ্ঞাপনী স্লোগানে AI ভাষাগতভাবে ঠিক থাকলেও, মানুষের আবেগ সেখানে ধরা পড়েনি। আর এক্ষেত্রে মানুষ বেশি কার্যকরী ভূমিকা নিয়েছে। তার আইডিয়াতে মৌলিক চিন্তা তুলে ধরেছে।
আরও পড়ুন- এভাবে তৈরি করুন পটলের তরকারি, বাড়ির লোকজন খেয়ে হাত চাটবে!
AI-এর ওপর মানুষের ভরসা কতটা?
একটি গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ মানুষ আজও মানুষের সিদ্ধান্তেই বেশি আস্থা রাখেন। AI-এর ভালো অ্যালগরিদম থাকা সত্ত্বেও মানুষ সেটিকে পুরোপুরি বিশ্বাস করে না। বিশেষ করে বয়স্কদের মধ্যে AI-ভিত্তিক সিদ্ধান্তে অবিশ্বাস বেশি। এসবই বুঝিয়ে দেয় যে, শুধুমাত্র প্রযুক্তি নয়, বিশ্বাস গড়তেও সময়, সামাজিক এবং মানসিক অভিযোজন দরকার।
AI-এর বিশ্লেষণাত্মক এবং ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত আজকের দুনিয়ায় অত্যন্ত কার্যকর। তবে মানব মস্তিষ্কের কৌশল, প্রজ্ঞা এবং আবেগ—এখনও অপ্রতিদ্বন্দ্বী। আগামী দিনের নেতৃত্বের জন্য প্রয়োজন মানুষের ও AI-এর সমন্বয়। যেখানে মিলিত শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নের পথ তৈরি হবে।