Advertisment

Hunter Moon 2024 : আকাশে 'হান্টার মুন'! ১৫ শতাংশ বড় দেখাবে চাঁদ, বিরল এই দৃশ্য কবে, কখন?

Hunter Moon 2024 : চাঁদ এবং পৃথিবী একে অপরের খুব কাছাকাছি আসতে চলেছে। বিরল এই দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী। খালি চোখেও মানুষ এই দৃশ্য দেখতে পাবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Hunter Moon 2024

আকাশে 'হান্টার মুন'! ১৫ শতাংশ বড় দেখাবে চাঁদ, বিরল এই দৃশ্য কবে, কখন?

Hunter Moon 2024 : চাঁদ এবং পৃথিবী একে অপরের খুব কাছাকাছি আসতে চলেছে। ১৭ অক্টোবর সন্ধ্যায় বিরল এই দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী। খালি চোখেও মানুষ এই দৃশ্য দেখতে পাবেন। বিশ্বজুড়ে এটিকে 'হান্টার মুন' বলা হয়ে থাকে। যেখানে ভারতের এটির নাম 'শারদ পূর্ণিমা'। এটি এই বছরের তৃতীয় এবং বৃহত্তম 'সুপারমুন' হতে চলেছে। এ সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে ৩ লাখ ৫৭ হাজার ৩৬৪ কিলোমিটার। ২০২৪ সালে, এটি হবে পৃথিবী এবং চাঁদের মধ্যে সবচেয়ে কম দূরত্ব। পৃথিবী ও চাঁদের মধ্যে স্বাভাবিক দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।
 

Advertisment

মেনে চলুন এই সেরা টিপস, রকেট গতিতে কমবে বাড়ির বিদ্যুৎ বিল

সুপারমুন কি?
সুপারমুন হল সেই পরিস্থিতি যখন চাঁদের কক্ষপথ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ১৭ অক্টোবর, চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দু পেরিজিতে পৌঁছাবে। এই কারণে এটি একটি সাধারণ পূর্ণিমার তুলনায় স্বাভাবিকের চেয়ে বড় দেখাবে। রিপোর্ট অনুযায়ী, সুপারমুন চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৫ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়।

২০০ কিলোমিটারের বিরাট মাইলেজ, ইভি সেগমেন্টে ঝড় তুলল এই ই-বাইক, হাজার টাকাতেই করুন বুকিং

রিপোর্ট অনুযায়ী, হান্টার মুন নামটি পশ্চিমী বিশ্বে বিশেষ জনপ্রিয়। প্রাচীনকালে, এটি শিকারীদের শীতের শুরুর এক সংকেত বলে ধরা হত।  সময় ও তারিখ অনুসারে একে 'ফলিং লিভস মুন' এবং 'ব্লাড মুন'ও বলা হয়। ১৭ অক্টোবর বিকেল ৫টা থেকে ভারতে হান্টার মুন দেখা যাবে। তবে এটি আপনার এলাকার সূর্যাস্তের উপর নির্ভর করবে। সেদিন সূর্যাস্তের কিছুক্ষণ পরেই হান্টার মুন দেখা যাবে। এ বছর ভারতে আরও দুটি পূর্ণিমা দেখা যাবে। ১৭ অক্টোবরের পরে, এই দৃশ্যটি ১৬ নভেম্বর এবং আবার ১৫ ডিসেম্বরে দেখা যাবে।

moon
Advertisment