Electric Ambassador: ইলেকট্রিক গাড়ির দুনিয়া বদলে দেবে! বাজারে সুনামি তুলতে চলেছে আইকনিক অ্যাম্বাসাডর! জানেন বিশেষ কী ফিচার থাকবে?

Iconic Ambassador Car: হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডর আবার ফিরছে নতুন অবতারে! এবার ইঞ্জিন নয়, থাকবে সম্পূর্ণ বৈদ্যুতিক প্রযুক্তি। জেনে নিন কী কী আধুনিক ফিচার থাকতে চলেছে এই রেট্রো-ইলেকট্রিক গাড়িতে।

Iconic Ambassador Car: হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডর আবার ফিরছে নতুন অবতারে! এবার ইঞ্জিন নয়, থাকবে সম্পূর্ণ বৈদ্যুতিক প্রযুক্তি। জেনে নিন কী কী আধুনিক ফিচার থাকতে চলেছে এই রেট্রো-ইলেকট্রিক গাড়িতে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Ambassador Car 1

Ambassador Car: গাড়ি বাজারে ফিরছে অ্যাম্বাসাডর!

Iconic Ambassador Car: ভারতের রাস্তায় একসময় রাজত্ব করত একটিই গাড়ি, সেটা  হল অ্যাম্বাসাডর। সরকার, রাজনীতি, সিনেমা— সব ক্ষেত্রেই একসময়ের স্ট্যাটাস সিম্বল ছিল এই গাড়ি। সময়ের সঙ্গে হারিয়ে গেলেও, ২০২৫ সালে নতুন অবতারে ফিরতে চলেছে এই লিজেন্ড।

Advertisment

এবার ইলেকট্রিক অবতারে অ্যাম্বাসাডর

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসাডর গাড়িটিকে একেবারে নতুন ডিজাইন এবং সম্পূর্ণ বৈদ্যুতিক প্রযুক্তির (EV) মাধ্যমে বাজারে ফিরিয়ে আনবে। তবে এটি আর আগের সেই ICE (Internal Combustion Engine) নয়— এবার ই-ভেহিকল হিসেবেই আত্মপ্রকাশ ঘটবে।

Advertisment

আরও পড়ুন- Vivo Y400 Pro 5G নাকি Nothing Phone 3a? ভাল পারফর্মেন্স, দাম, ক্যামেরা, ফিচারে কোনটি বেস্ট?

ইউরোপীয় সহযোগিতায় রুপান্তরের ছোঁয়া

জানা গেছে, এই নতুন প্রজন্মের অ্যাম্বাসাডর তৈরির জন্য হিন্দুস্তান মোটরস একটি ইউরোপীয় সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এই অংশীদারিত্ব হবে ৫১:৪৯ অনুপাতে, যেখানে হিন্দুস্তান মোটরস থাকবে নিয়ন্ত্রণের দায়িত্বে। উল্লেখ্য, অ্যাম্বাসাডর ব্র্যান্ডের স্বত্ব হিন্দুস্তান মোটরস ইতিমধ্যেই পিউজোর কাছে বিক্রি করেছে ৮০ কোটি টাকায়।

আরও পড়ুন- সস্তা নয়, কিন্তু স্মার্ট! থিয়েটার-স্টাইলে বিনোদন এখন বাড়িতেই, রইল বাজেট-বান্ধব সেরা স্মার্ট টিভির সন্ধান

কোথায় তৈরি হবে?

নতুন অ্যাম্বাসাডর গাড়িটি তৈরি হবে হিন্দুস্তান মোটরসের চেন্নাই প্ল্যান্টে। আগের মতো পশ্চিমবঙ্গের উত্তরপাড়া প্ল্যান্ট নয়। ২০১৪ সালের পর থেকে ওই প্ল্যান্ট বন্ধই রয়েছে।

আরও পড়ুন- পালটা হামলায় ত্রস্ত ইজরায়েল, ব্যবহার করা হচ্ছে ক্লাস্টার বোমা! কতটা ভয়ঙ্কর এই প্রযুক্তি, আদৌ কী একে রোখা সম্ভব?

স্মৃতির পাতায় অ্যাম্বাসাডর

১৯৭০ থেকে ১৯৯০-এর দশকে অ্যাম্বাসাডর ছিল মধ্যবিত্ত থেকে সরকারি আধিকারিক— সবার ভরসার বাহন। তবে ১৯৯০-এর দশকে মারুতি সুজুকি আসার পর অ্যাম্বাসাডর বাজার হারাতে থাকে। কারণ, মারুতি ছিল সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণে সহজ। তবুও, অ্যাম্বাসাডরের একটি 'Royal Feel' ছিল, যা আজও বহু মানুষের মনে গাঁথা।

নতুন অ্যাম্বাসাডরের সম্ভাব্য ফিচার

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবুও অনুমান করা হচ্ছে যে নতুন গাড়িতে—

  • থাকবে লিথিয়াম-আয়ন ব্যাটারি

  • এক চার্জে ২৫০–৩০০ কিমি রেঞ্জ

  • রেট্রো ক্লাসিক ডিজাইনের সঙ্গে আধুনিক টাচস্ক্রিন ইন্টারফেস

  • শক্তিশালী মোটর, স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম

  • সেফটি ফিচারে থাকবে এয়ারব্যাগ, ABS, EBD

আরও পড়ুন- প্রতিদিন একটি করে কলা খেলে কী হয়? জানলে এখনই খাওয়া শুরু করবেন!

ভবিষ্যতের দিকচিহ্ন

অ্যাম্বাসাডর শুধু একটি গাড়ি নয়, এটি ভারতের অটোমোটিভ ইতিহাসের এক অধ্যায়। তাই এই গাড়ির বৈদ্যুতিক রূপে ফেরা যেন একইসঙ্গে পুরোনো স্মৃতি ও নতুন প্রযুক্তির মেলবন্ধন। EV রেভল্যুশনের যুগে হিন্দুস্তান মোটরসের এই পদক্ষেপ শুধু স্মৃতিকে ফিরিয়ে আনবে না, বরং এক নতুন দিগন্তও খুলে দেবে।

Car Iconic Ambassador