/indian-express-bangla/media/media_files/2025/06/11/9XF3VlkmLa1DNtxWS4Bc.jpg)
গরমে রেহাই পেতে অনেকেই এসি চালান ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে এবার সেই অভ্যাস বদলাতে হবে
AC Minium and maxium temparature: বাড়িতে এসি রয়েছে? বিরাট নির্দেশ সরকারের। এবার থেকে আর ২০ ডিগ্রির নিচে নামবে না তাপমাত্রা। নতুন নিয়মে তাপমাত্রা সীমা ২০°C থেকে ২৮°C-এর নির্দেশ। বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ কেন্দ্রের
গরমে রেহাই পেতে অনেকেই এসি চালান ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে এবার সেই অভ্যাস বদলাতে হবে। ভারত সরকার শিগগিরই একটি নতুন নিয়ম চালু করতে চলেছে, যেখানে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামানো যাবে না এবং ২৮ ডিগ্রির ওপরে বাড়ানোও নিষিদ্ধ হবে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, নতুন এই নির্দেশিকা শক্তি সাশ্রয়, বিদ্যুৎ খরচ কমানো এবং পরিবেশ সুরক্ষা-কে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যেই আনা হচ্ছে।
ভয়ঙ্কর ‘রুদ্রম সিরিজ’-এ দাপট ভারতের! চিন-পাকিস্তানের বুক কাঁপাতে আসছে 'হাইপারসনিক এই বিরাট শক্তিশালী মিসাইল!
১৮ ডিগ্রিতে এসি? এখন আর নয়!
এতদিন বাড়ির এসি রিমোটে ‘সুপার কুল’ অপশন ব্যবহার করে অনেকেই ১৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামাতেন। কিন্তু এবার সেই অপশন হয়তো বন্ধ হয়ে যাবে। নতুন মডেলের এসিগুলিতে ১৮-১৯ ডিগ্রির মতো অপশনই থাকবে না।
বিদ্যুৎ বিলে ৬% পর্যন্ত সাশ্রয়
BEE (Bureau of Energy Efficiency) বলছে, তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ালে ৬% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। যদি দেশজুড়ে মানুষ ২৪ ডিগ্রিকে আদর্শ হিসেবে ধরে নেয়, তাহলে প্রতি বছর ২০ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হতে পারে, যার আর্থিক মূল্য প্রায় ১০,০০০ কোটি টাকা।
কম তাপমাত্রায় উল্টো গরম পোশাকের প্রয়োজন!
কম তাপমাত্রায় এসি চালালে এমন শীতল পরিবেশ তৈরি হয়, যেখানে গরম জামা বা কম্বল দরকার পড়ে। এটা একদিকে যেমন আরামের , তেমনি শক্তির অপচয়ও বাড়ায়। গবেষণায় দেখা গেছে, ২৫°C তাপমাত্রা বেশিরভাগ মানুষের জন্য আরামদায়ক ও স্বাস্থ্যকর।
অল-রাউন্ডার স্মার্টফোনের 'স্মার্ট চয়েস'! Vivo T4 Ultra-এর দাপটে দিশেহারা Samsung থেকে Redmi
পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ
সরকারের অনুমান, যদি অর্ধেক দেশবাসী এই পরিবর্তন মেনে নেয়, তাহলে বছরে ৮.২ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো সম্ভব, যা পরিবেশের ওপর একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনি কি বদলাবেন আপনার এসি চালানোর অভ্যাস?
এই নতুন নিয়মে এসি নির্মাতারা হয়তো ভবিষ্যতের রিমোট থেকে ১৮-১৯ ডিগ্রির বিকল্প সরিয়ে দিতে পারে। তবে শেষ কথা বলবে জনগণের অভ্যাস – এই পরিবর্তন তারা কতটা সহজে মেনে নেয়, সেটাই এখন দেখার বিষয়।