/indian-express-bangla/media/media_files/2025/05/30/4YovtFJWcYkBaMkFzrNO.jpg)
পাকিস্তানকে বিরাট কামড়! 'স্টিলথ ফাইটার জেট'-এ শক্তি দেখাতে প্রস্তুত ভারত, তামাম বিশ্বের চোখ কপালে!
Stealth Fighter Jet: অপারেশন সিন্দুরের (OPERATION SINDOOR) পর এবার প্রতিরক্ষা জগতে বড় পদক্ষেপ নিল ভারত। আর অন্য দেশের উপর নির্ভর নয়, ভারত নিজেই তৈরি করবে পঞ্চম প্রজন্মের 'স্টিলথ ফাইটার জেট'। ভয়ে এবার বুক কাঁপছে পাকিস্তানের।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে Advanced Medium Combat Aircraft (AMCA) প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রজেক্ট সফল হলে, ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে প্রথম 'স্টিলথ যুদ্ধবিমান'। চিন যেখানে J-20-এর মতো স্টিলথ জেট ফাইটার তৈরি করছে এবং পাকিস্তান চিনা প্রযুক্তির উপর নির্ভর করছে, সেখানে ভারত নিজেই এবার এই ভয়ঙ্কর যুদ্ধবিমান তৈরির পথে অগ্রসর হয়েছে।
বিরাট ধামাকা এয়ারটেলের! এত বড় অফার আগে দেখেননি ইউজাররা
প্রতিরক্ষার দুনিয়ায় এক নতুন মাইলফলকের পথে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার অনুমোদন দিয়েছেন ভারতের প্রথম নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান প্রকল্প AMCA (Advanced Medium Combat Aircraft)-র জন্য। ইতিমধ্যেই এই যুদ্ধবিমানটির ডিজাইন তৈরির কাজ শুরু করেছে DRDO। বর্তমানে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া ও চিন এই তিন দেশের কাছে রয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি। এবার সেই তালিকায় জায়গা করে নিতে চলেছে ভারত।
দারুণ শক্তিশালী, দুর্দান্ত সাশ্রয়ী! সেরা ১২ এসির তালিকা থেকে নিজের জন্য বেছে নিন বেস্ট অপশনটি
জানুন 'স্টিলথ ফাইটার জেট' সম্পর্কে
স্টিলথ ফাইটার জেট হল এমন যুদ্ধবিমান, যেগুলি শত্রুর রাডার বা ইনফ্রারেড সেন্সরের নজরে না এসে, শত্রু এলাকায় ঢুকে আঘাত হানতে পারে। এই প্রযুক্তির মূল শক্তি হল "লো রাডার ক্রস সেকশন" ডিজাইন। অর্থাৎ বিমানের কাঠামো এমনভাবে বানানো হয় যাতে রাডার সিগন্যালে তা প্রতিফলিত হয় না বা ধরা না পড়ে।
বর্ষায় এসির যত্ন ও সঠিক সেটিংস জানেন তো? কোন মোডে চালালে দূর হবে আর্দ্রতা? মিলবে শীতলতার সঙ্গে সাশ্রয়ও
AMCA-এর দুর্দান্ত ফিচার্স
- গতি: Mach 1.8+
- রেঞ্জ: 1000 কিমি বা তার বেশি
- অস্ত্র: আকাশ-থেকে-আকাশ ও আকাশ-থেকে-ভূমি মিসাইল, Astra ও BrahMos-NG
- নকশা: রাডার ফাঁকি দেওয়ার মতো ডিজাইন
- প্রজন্ম: ভারতের প্রথম ৫ম প্রজন্মের ফাইটার জেট
- স্টিলথ টেকনোলজি: বিমানের গঠন এমনভাবে তৈরি হবে যাতে এটি শত্রুর রাডারে ধরা না পড়ে।
- ইন্টারনাল উইপন বে: সমস্ত অস্ত্র থাকবে বিমানের ভিতরে, বাইরের থেকে অদৃশ্য থাকবে, যা স্টিলথ ক্ষমতা বাড়ায়।
- সুপারক্রুজ ক্ষমতা: আফটারবার্নার ছাড়াই ম্যাক ১.৮ এর বেশি গতিতে উড়তে পারবে।
- সেন্সর ফিউশন: একাধিক সেন্সরের তথ্য বিশ্লেষণ করে পাইলটকে সরাসরি পূর্ণ যুদ্ধচিত্র উপস্থাপন করবে।
- নেটওয়ার্ক-সেন্ট্রিক যুদ্ধ: ড্রোন, অন্যান্য বিমান ও গ্রাউন্ড কন্ট্রোল সেন্টারের সাথে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান।
- AI ও অটোমেশন: থাকবে এআই বেসড সিস্টেম, টার্গেট ট্র্যাকিং সিস্টেম।
এটি Rafale বা Sukhoi থেকেও দ্রুত এবং হালকা হবে। শত্রু ঘাঁটিতে অনুপ্রবেশে সক্ষম এই স্টিলথ ফাইটার জেট ভারতীয় বিমানবাহিনীকে প্রযুক্তিগত দিক থেকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে।