New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/Untitled-design759.jpg)
এক অবিশ্বাস্য বৈচিত্র্যের নাগাল পাওয়া গেছে। বিনোদন হোক বা কোনো তথ্যমূলক বিষয় সব ক্ষেত্রেই নিজেদের তুলে ধরার জন্য ইউটিউব ভারতীয় ইউজারদের প্রথম পছন্দ। ইউটিউবকে ব্যক্তিগত কারণে একটা প্ল্যাটফর্মে পরিণত করেছে ভারতীয়রা
দর্শক সংখ্যা, অনলাইন স্ট্রিমিংয়ের ভাষায় যাকে বলে ভিউয়ার্স, তার সংখ্যা নিত্যদিন বেড়েই চলেছে। যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। গণনা বলছে, প্রতি মাসে প্রায় ২৬৫ মিলিয়ন ভারতীয় কোনো একটা সময় সক্রিয় থাকছে ইউটিউবে। বলাবাহুল্য, এই মূহুর্তে একচেটিয়া বাজার করতে মাহির ইউটিউব। ভারতে অনলাইন স্ট্রিমিংয়ের ময়দানে একটা বড় জমি দখল করে বসেছে এই মার্কিন সংস্থা।
কোম্পানি ঘটা করে তার ফ্ল্যাগশিপ অনুষ্ঠান করে থাকে মার্কিন মুলুকে। সেখানে নিজেদের পিঠ চাপড়ালেন নিজেরাই। বারবার সাফল্যের কথা ঘোষণা করেছে সংস্থা। অনলাইন ভিডিও ইকোসিস্টেমের ফুলে ফেঁপে ওঠার কথা জানাতে গিয়ে তারা বারবার ভারতে ইন্টারনেটের বিপুল ব্যবহারের কথা তুলে ধরেছে।
আরও পড়ুন: ট্রাই-এর নয়া বিধি মেনে ‘সহজ’ চ্যানেল প্যাক আনল টাটা স্কাই
"এক অবিশ্বাস্য বৈচিত্র্যের নাগাল পাওয়া গেছে। বিনোদন হোক বা কোনো তথ্যমূলক বিষয় সব ক্ষেত্রেই নিজেদের তুলে ধরার জন্য ইউটিউব ভারতীয় ইউজারদের প্রথম পছন্দ। ইউটিউবকে ব্যক্তিগত কারণে একটা প্ল্যাটফর্মে পরিণত করেছে ভারতীয়রা" বলেছেন, ইউটিউব সিইও সুসান উজসিকি।
তিনি আরও বলেন, গত বছর ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে মোবাইল ইউজার এবং অন্যান্য ক্ষেত্রে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মাসে ইউটিউব তাদের পরিষেবা বাড়িয়েছে। লঞ্চ করেছে YouTube Music, YouTube Premium এবং YouTube Originals। একসপ্তাহে ভারত থেকে ইউটিউব মিউজিক ডাউনলোড হয়েছে প্রায় তিন মিলিয়ান।
Read the full story in English