VIP Number Plate: ৪৭ লাখের VIP নম্বর, না আদানি না আম্বানি! কার দখলে এই এক্সক্লুসিভ নম্বর প্লেট?

VIP Number Plate: আজকাল মানুষ দামি গাড়ির পাশাপাশি ভিআইপি নম্বর প্লেটও বেশ পছন্দ করেন। ভারতের এই ব্যক্তির কাছে দেশের সবচেয়ে দামি নম্বর প্লেট রয়েছে। তিনি এর জন্য ৪৭ লক্ষ প্রদান করেছেন।

VIP Number Plate: আজকাল মানুষ দামি গাড়ির পাশাপাশি ভিআইপি নম্বর প্লেটও বেশ পছন্দ করেন। ভারতের এই ব্যক্তির কাছে দেশের সবচেয়ে দামি নম্বর প্লেট রয়েছে। তিনি এর জন্য ৪৭ লক্ষ প্রদান করেছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

না আদানিও না আম্বানি! দেশের সবচেয়ে দামি নম্বর প্লেট রয়েছে এই মানুষটির দখলে

না আদানি না আম্বানি! দেশের সবচেয়ে দামি  নম্বর প্লেট রয়েছে এই মানুষটির দখলে, দাম জানলে চমকে যাবেন। 

Advertisment

আজকাল মানুষ দামি গাড়ির পাশাপাশি ভিআইপি নম্বর প্লেটও বেশ পছন্দ করেন। ভারতের এই ব্যক্তির  কাছে দেশের সবচেয়ে দামি নম্বর প্লেট রয়েছে। তিনি এর জন্য ৪৭ লক্ষ প্রদান করেছেন। 

বিলাসবহুল গাড়ির মালিক হওয়া অনেকের কাছেই একটা স্বপ্ন। দেশের বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে শিল্পপতি, ক্রিকেটার,সকলেই তাদের বিলাসবহুল গাড়ির জন্য সংবাদ শিরোনামে থাকেন, তবে গাড়ির পাশাপাশি ইদানিং কালে ভিআইপি নম্বর প্লেটের চাহিদাও বেড়েছে আগের থেকে বহুগুণে। 

Advertisment

আপনি নিশ্চয়ই প্রায়শই মহেন্দ্র সিং ধোনি, শাহরুখ খান এবং মুকেশ আম্বানির মতো সেলিব্রিটিদের গাড়ির বিশেষ নম্বর প্লেটের কথা শুনেছেন, কিন্তু আপনি কি জানেন যে এই তারকাদের কারোর কাছেই নেই দেশের সবচেয়ে দামি নম্বর প্লেটটি। এই কেরলের একটি প্রযুক্তি সংস্থার সিইও ভেনু গোপালকৃষ্ণনের সংগ্রহে রয়েছে দেশের সবচেয়ে দাবি VIP নম্বর প্লেট।

৪৭ লক্ষ টাকায় কেনা ভিআইপি নম্বর প্লেট
ভেনু গোপালকৃষ্ণণ সম্প্রতি তার ৪.২ কোটি টাকা মূল্যের একটি Mercedes-Benz G63 AMG গাড়িতে লাগিয়েছেন। তবে, গাড়ির চেয়ে গাড়ির নম্বর প্লেটটিই নিয়েই বেশি চর্চা শুরু হয়েছে। তার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হল KL 07 DG 0007। ভেনু এই VIP নম্বরের জন্য ৪৭ লক্ষ টাকা খরচ করেছেন, যা এখন পর্যন্ত দেশের সবচেয়ে ব্যয়বহুল নম্বর প্লেট বলে মনে করা হয়।

সেরা বাজেট স্মার্টফোন, বিরাট ছাড় ঘুম কেড়ে নেবে

Tech News