/indian-express-bangla/media/media_files/2025/08/17/top-budget-smartphone-2025-08-17-17-00-09.jpg)
Top Budget smartphone:স্মার্টফোনের অফার।
Top Budget smartphone: স্বাধীনতা দিবস মানেই অফার আর সেল। ভারতের অন্যতম ই-কমার্স জায়ান্ট Flipkart ইতিমধ্যেই শুরু করেছে Flipkart Freedom Sale। এই সেলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন—সবকিছুতেই মিলছে বিশাল ছাড়। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে বাজেট স্মার্টফোনের অফার।
দারুণ সুযোগ
যাঁরা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এবার সত্যিই দারুণ সুযোগ। Realme, Vivo, Oppo এবং Motorola-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডসেট এখানে পাওয়া যাচ্ছে সেরা দামে। দেখে নেওয়া যাক কোন কোন মডেল রয়েছে এই Freedom Sale-এর সেরা তালিকায়।
আরও পড়ুন- Google Pay, PhonePe-তে পেমেন্টে বিভ্রাট? আটকে টাকা? কী করবেন? ফেরত পাবেন কীভাবে?
Realme P3 5G – দাম মাত্র ১৪,৯৯৯ টাকা। Realme P3 5G ফোনটি এই সেলে দারুণ অফারে পাওয়া যাচ্ছে। ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি AMOLED প্যানেল, রিফ্রেশ রেট 120Hzস, ব্রাইটনেস ২০০০ নিটস পিক ব্রাইটনেস, ব্যাটারি 6000mAh, ক্যামেরা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ আর সুপার AMOLED ডিসপ্লে-র কারণে গেমিং ও ভিডিও লভারদের কাছে এটি হট চয়েস হতে পারে।
আরও পড়ুন- দিঘা আপ ডাউন মাত্র ২০ টাকায়! কীভাবে? জানলে চমকে যাবেন
Moto g45 মাত্র ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। বাজেট সেগমেন্টে Motorola সবসময় জনপ্রিয়। Moto g45 সেলে পাওয়া যাচ্ছে দুর্দান্ত দামে। এর RAM 8GB, ক্যামেরা ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল টেকনোলজি, পারফরম্যান্স ডেইলি ইউজ ও ক্যামেরা সেন্ট্রিক ইউজারদের জন্য পারফেক্ট, যাঁরা ফটোগ্রাফি পছন্দ করেন, তাঁদের জন্য এই ফোনটি আদর্শ।
আরও পড়ুন- অস্ত্রসজ্জার বহর চমকে দেবে! চিন-পাকিস্তানের বুক কাঁপিয়ে সেনার হাতে অত্যাধুনিক ফ্রন্টলাইন ফাইটার জেট
Vivo T4x 5G মাত্র ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। Vivo সবসময় স্টাইল ও পারফরম্যান্সের জন্য পরিচিত। Freedom Sale-এ Vivo T4x 5G মডেলটি পাওয়া যাচ্ছে কম দামে। এর প্রসেসর Mediatek Dimensity 7300, এতে রয়েছে ডুয়াল ক্যামেরা (৫০ মেগাপিক্সেল+ সাপোর্ট সেন্সর), অ্যাপারচার f/1.8, ডিজাইন স্লিম এবং প্রিমিয়াম লুক।
Oppo K13x 5G পাওয়া যাচ্ছে মাত্র ১০,৯৯৯ টাকায়। Oppo-র এই বাজেট 5G ফোনটিও অফারে পাওয়া যাচ্ছে। ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি+২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়াও রয়েছে ডেইলি ইউজের জন্য ভালো ব্যাটারি এবং পারফরম্যান্স। আর, এর ডিজাইন স্মার্ট এবং আকর্ষণীয়।
Motorola Moto g96 পাওয়া যাচ্ছে মাত্র ১৬,৯৯৯ টাকায়। এই ফোনটি একটু প্রিমিয়াম বাজেট রেঞ্জে হলেও অফারে মিলছে আকর্ষণীয় দামে। থাকছে 144Hz pOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে Snapdragon 7s Gen 2 প্রসেসর। পাশাপাশি রয়েছে 5500mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। গেমার এবং হেভি ইউজারদের জন্য এটি একটি দারুণ চয়েস।
Realme P3x পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকায়। Realme-এর আরও একটি হিট ফোনের ডিসপ্লে ৬.৭ ইঞ্চি FHD+, এতে রয়েছে MediaTek Dimensity 6400 প্রসেসর, 6000mAh ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। Flipkart Freedom Sale এমন সময়ে এসেছে যখন মানুষ নতুন ফোন কেনার জন্য অপেক্ষা করছিল। প্রিমিয়াম ফিচারস-সহ 5G স্মার্টফোন এখন অনেক সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে।
Realme, Vivo, Oppo এবং Motorola-র অফারগুলো বিশেষ করে বাজেট সচেতন ক্রেতাদের জন্য একেবারে পারফেক্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে এই Flipkart Freedom Sale-এ আপনার পছন্দের বাজেট ফোন কিনে ফেলুন। স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করুন, কারণ এই ধরনের বাম্পার অফার বারবার আসে না।