New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/modi-759.jpg)
ফাইল ছবি
Samsung world's biggest mobile manufacturing factory in India: নতুন এই ফ্যাক্টেরি হওয়ার ফলে, বার্ষিক উৎপাদনের পাটিগাণিতিক হিসাব ৬৮ থেকে পৌছবে ১২০ মিলিয়ানে। সুতরাং ভারতে ১ কোটি ফোন তৈরি হবে ২০২০ সালের মধ্যে। এভাবে চলতে থাকলে প্রায় ৩০ শতাংশ উন্নতি হবে ভারতের অর্থনৈতিক অবস্থার।
ফাইল ছবি
Samsung world's biggest mobile factory: ৪ বছর পর সার্থক ‘Make in India’, গতকাল নয়ডার স্যামসাংয়ের ফ্যাক্টেরি উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে দ্বিতীয় বৃহত্তম স্যামসাং ইলেকট্রনিক্সের কারখানা স্থাপিত হল উত্তর প্রদেশের নয়ডায়। ভারতের গ্যাজেট দুনিয়ার অন্দরমহলে স্যামসাং ঢুকে পড়ায় ভারতের অর্থনৈতিক উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বহু ভারতীয়কে চাকরির সুযোগ দেওয়া হবে এই হাবে।
নতুন এই কারখানা তৈরির ফলে, ফোনের বার্ষিক উৎপাদন ৬৮ মিলিয়ন থেকে বেড়ে পৌঁছবে ১২০ মিলিয়নে। ২০২০ সালের মধ্যে প্রতি মাসে ১ কোটি ফোন তৈরির পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। ভারত থেকেই অন্য দেশের বাজারে ৩০ শতাংশ মোবাইল ফোন রফতানির রোডম্যাপের কথা ইতিমধ্যেই জানিয়েছে স্যামসাং।
আরও পড়ুন, Samsung world’s biggest mobile factory: বিশ্বের বৃহত্তম মোবাইল কারখানা নয়ডায়
গত বছর জুন মাসেই দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং ঘোষণা করেছিল, ৪,৯১৫ টাকা বিনিয়োগ করে নয়ডার কারখানা তৈরি করবে তারা। এই কারখানায় রেফ্রিজারেটর, টেলিভিশন প্যানেল, সঙ্গে তৈরি হবে Galaxy S9 and S9+ -এর মত ফ্ল্যাগশিপ ফোনও।
ভারতে এত বড়সড় কারখানা স্থাপিত হলেও ফোনের দাম কমার কি কোনও আশা রয়েছে? আইডিসি ইন্ডিয়ার অ্যাসোসিয়েট রিসার্চ ম্যানেজার উপাসনা জোশী জানিয়েছেন, ‘‘শুল্ক বৃদ্ধির পর যেহেতু ফোনের দাম বাড়েনি, ফলে দামের ব্যাপারে খুবএকটা প্রভাব পড়বে না।দামের ব্যাপারে খুবএকটা প্রভাব পড়বে না।’’