New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/19/3zBM4MiyEgti0pJskPI6.jpg)
AK-47 সজ্জিত অত্যাধুনিক ড্রোন! শত্রুপক্ষকে চিনে কপালে গুলি! সীমান্ত পাহারায় ভারতের অভিনব নজির
India Pakistan Border Security: ভারত-পাকিস্তান সীমান্ত পাহারায় এবার নামছে AK-47 সজ্জিত অত্যাধুনিক ড্রোন! এবার ভয়ে বুক কাঁপবে শত্রুদেশের। সীমান্ত এখন আরও বেশি সুরক্ষিত, নিরাপদ।
AK-47 সজ্জিত অত্যাধুনিক ড্রোন! শত্রুপক্ষকে চিনে কপালে গুলি! সীমান্ত পাহারায় ভারতের অভিনব নজির
India Pakistan Border Security: ভারত-পাকিস্তান সীমান্ত পাহারায় এবার নামছে AK-47 সজ্জিত অত্যাধুনিক ড্রোন! এবার ভয়ে বুক কাঁপবে শত্রুদেশের। সীমান্ত এখন আরও বেশি সুরক্ষিত, নিরাপদ। বিশেষ এই ড্রোন শত্রুদের নির্ভূল ভাবে চিহ্নিত করবে এবং সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই এবার সীমান্ত নিরাপত্তা সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন মোতায়েন করা হচ্ছে বলেই জানা গিয়েছে। সীমান্ত নিরাপত্তার জন্য AK-47 সজ্জিত ড্রোন ব্যবহার করা হবে। নিরাপত্তার দিক থেকে, ড্রোন প্রযুক্তিতে এমন ব্যবস্থা করা হয় যাতে শত্রুরা সেই ড্রোনটিকে কোন ভাবেই চিহ্নিত করতে পারবে না। শুধু তাই নয়,শত্রুপক্ষে এই ড্রোন কোনভাবেই হ্যাকিং করতে পারবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে বিশেষ এইউ ড্রোনে। এই ড্রোনগুলি টহলদারির সময় শত্রুপক্ষকে শনাক্ত করতে এবং তাদের সুনির্দিষ্টভাবে নিশানা করতে সক্ষম। এটি সহজেই ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম।
AK-47 দিয়ে সজ্জিত এই ড্রোনটির বিশেষত্ব হল এটি যেকোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য সহজেই ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম হবে। এটি ক্যামেরার মাধ্যমে শত্রুর অবস্থান বা লক্ষ্যবস্তু শনাক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শত্রুদের উপর ক্রমাগত গুলি চালাতে সক্ষম হবে। আইআইটি গুয়াহাটির সেন্টার ফর ড্রোন রিসার্চের গবেষক সুধাকর কানোজিয়ার মতে, ড্রোন প্রযুক্তিতে এমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে শত্রুরা এটিকে কোন ভাবেই হ্যাক করতে পারবে না। রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষার জন্য ব্যবহৃত ড্রোন যাতে শত্রুপক্ষের নজরে না পড়ে, সেজন্যও রাখা হবে বিশেষ সিস্টেম।
ড্রোন ডেস্টিনেশনের প্রতিষ্ঠাতা চিরাগ শর্মা জানিয়েছেন, ছোট ড্রোনগুলি OFC (Optical Fiber Cable) দ্বারা চালিত হবে, যা ব্যাটারির প্রয়োজনীয়তা কমাবে। এটি সনাক্ত করা কঠিন এবং আক্রমণ প্রতিহত করাও প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে, এই নতুন প্রযুক্তির ড্রোন সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ড্রোনের ভূমিকা ছিল বিশাল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারতও নিজেদের প্রস্তুত করছে।