Tata Nano EV: ভোল বদলে ফের মধ্যবিত্তের জন্য বাজারে ফিরছে টাটা ন্যানো। এখবর জানার পরই প্রশ্ন উঠছে, কত দাম করল নতুন ন্যানোর? একথা অস্বীকারের উপায় নেই যে একসময়, টাটা ন্যানোই ছিল মধ্যবিত্তের সেরা পছন্দ। আট থেকে আশি মজেছিলেন এই ছোট, সাশ্রয়ী গাড়িতে। কিন্তু, হঠাৎ করেই এর উৎপাদন বন্ধ হয়ে যায়। যাতে বহু মানুষ মানসিকভাবে ধাক্কা খান। সেই সব মানুষের কাছে এবার বিরাট সুখবর এনে দিল টাটা। তারা জানিয়েছে, ন্যানো বাজারে ফিরছে। তবে, এবার আর মোটরগাড়ি নয়। ন্যানো ফিরছে পুরো ইলেকট্রিক ভার্সনে।
কী কী থাকছে এই গাড়িতে?
এবারের গাড়ি কিন্তু, আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। যেখানে থাকছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। থাকছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে। সাপোর্ট ৬ স্পিকারের সাউন্ড সিস্টেম। ব্লু টুথ এবং ইন্টারনেট কানেক্টিভিটি। থাকছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং এবং পাওয়ার উইন্ডোঅ্যান্টি রোল বার।
আরও পড়ুন- উথাল-পাতাল 'পাক প্রেম'! তুর্কি ব্র্যাণ্ড 'নিষিদ্ধ' Myntra, AJIO-র
এবং
আরও পড়ুন- ভুবনেশ্বর AIIMS-এ কবে, কখন কোন চিকিৎসক বসেন? কীভাবেই বা এখানে ডাক্তার দেখাবেন?
গাড়ির দুনিয়ায় বিপ্লব
এ ছাড়াও এই গাড়িতে থাকছে রিমোট ফাংশনালিটি, ডেমো মোড এবং মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে। গাড়িটি যদি বাজারে আসে, তবে এদেশের ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় বিপ্লব ঘটে যাবে। এত কম দামে আধুনিক ফিচার ও টাটা কোম্পানির গুডউইল— সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য এই ইলেকট্রিক কার হতে পারে আদর্শ।
আরও পড়ুন- মেট্রোয় যাতায়াতের থেকেও কম খরচ, অফিস যাতায়াতে এই ৫ ই স্কুটারই ম্যাজিক দেখাচ্ছে
এবং
আরও পড়ুন- মাত্র অল্প কিছু জিনিস, ঘরেই বানিয়ে ফেলুন ফেসিয়ালের পার্লার! রোজগার করুন দু'হাত ভরে
গাড়িটির রেঞ্জ এবং দাম
এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, গাড়িটির রেঞ্জ দুর্দান্ত। শহরে দৈনন্দিন যাতায়াতের জন্য এই রেঞ্জ যথেষ্ট। আর, দামও থাকছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। তবে, টাটা কোম্পানি এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে, তাতে গুঞ্জন থামছে না। শোনা যাচ্ছে একবার ফুল চার্জে এই গাড়ি প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর, গাড়িটির দাম হতে পারে ৫ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে। তবে, এই গাড়িতে যেসব সুযোগ-সুবিধা থাকছে, তার তুলনায় এর ধার্য দাম যেন কিছুই না।
আরও পড়ুন- হাইড্রোজেনের বিশাল ভাণ্ডার এই পৃথিবীতেই! চোখ কপালে বিজ্ঞানীদের
এবং
আরও পড়ুন- ঘি-নারকেল তেল-মাখন খাচ্ছেন? হতে পারে লিভার ড্যামেজ! দেখুন, কী বলছেন চিকিৎসক
তবে, এই গাড়ি নিয়ে এত কথা বলা হলেও, টাটা কোম্পানি কিন্তু, আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সবটাই, বাজারে এই গাড়ির সম্ভাব্য পা রাখা সম্পর্কে জল্পনা থেকে জানানো হল। সুতরাং এখানে দেওয়া তথ্যগুলো বিশ্বাস করার আগে আপনারাও ভালো করে সব জায়গায় বাজিয়ে দেখে নিন। এজন্য আগে বিভিন্ন বিশ্বাসযোগ্য জায়গায় কথা বলুন।