/indian-express-bangla/media/media_files/2025/06/08/InDofVDCj30kMZsjfuDF.jpg)
আন্তর্জাতিক মহাকাশ মিশনে এবার বিরাট দাপট ভারতের
Shubhanshu Shukla, Axiom Mission 4: আন্তর্জাতিক মহাকাশ মিশনে এবার বিরাট দাপট ভারতের। ১১ জুন উড়ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, গগনযানের জন্য বড় পদক্ষেপ।
মহাকাশ মিশনে ইতিহাস রচনা করতে চলেছে ভারত। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১০ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেবেন এবং পরদিন, ১১ জুন রাত ১০টা নাগাদ পৌঁছাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)। এটি একটি ভারত-মার্কিন যৌথ মিশন, যার অভিজ্ঞতা সরাসরি দেশের গগনযান প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শুভাংশু শুক্লা হচ্ছেন গগনযান মিশনের জন্য নির্বাচিত চার ভারতীয় মহাকাশচারীর একজন। এই অভিযানে অংশ নেওয়া তাঁর জন্য যেমন সম্মানের, তেমনি দেশের মহাকাশ অভিযানের ভবিষ্যতের জন্যও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৈরি ভারত! সেড়ে নেওয়া হল চূড়ান্ত প্রস্তুতি! টেসলা এখন ভারতে, ইলেকট্রিক গাড়ির ভোলবদল ইলন মাস্কের
মিশনের টাইমলাইন:
উৎক্ষেপণ: ১০ জুন ২০২৫
ISS-এ পৌঁছনো: ১১ জুন, রাত ১০টা (IST)
এর আগে ৮ জুন উৎক্ষেপণের দিন ধার্য ছিল। কিন্তু খারাপ আবহাওয়া ও প্রযুক্তিগত সমস্যার কারণে তা পিছিয়ে ১০ জুন করা হয়েছে। নাসা ও স্পেসএক্স নিশ্চিত করেছে— সবকিছু এখন তৈরি।
বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার কাঁধে। স্পেসএক্সের কর্ণধার এলন মাস্ক ও প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বিরোধ নিয়ে জল্পনা ছড়ালেও নাসা জানিয়েছে— তার কোনও প্রভাব মিশনের উপর পড়বে না। ১১ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরেক ভারতীয় পা দেবেন। প্রতিটি ভারতীয়ের জন্য এটা এক গর্বের মুহূর্ত। যা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রতীক। শুভাংশু শুক্লা এই মিশনে অংশ নিলেও তাঁকে ব্যক্তিগতভাবে কোনো বেতন বা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে না। তিনি ভারতের প্রতিনিধি হিসেবে মহাকাশে যাচ্ছেন এবং এই মিশনের পুরো খরচ ভারত সরকার বহন করছে।
এবার সমুদ্র হয়ে উঠবে পেট্রোল পাম্প! তাক লাগানো আবিষ্কারে বিশ্বজুড়ে তোলপাড়
এই মিশনটি ভারত-আমেরিকা যৌথ মিশন, যেখানে ISRO, NASA এবং Axiom Space একত্রে কাজ করছে। শুভাংশু একজন অভিজ্ঞ ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় গগনযান কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে। এই মিশনটি ভারতের ভবিষ্যতের মানব মহাকাশযাত্রা (Human Spaceflight) প্রকল্পের জন্য ট্রেনিং হিসেবে ধরা হচ্ছে।
কে এই শুভাংশু শুল্কা
২০০০ ঘণ্টারও বেশি উড়ান অভিজ্ঞতা
Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk সহ একাধিক ফাইটার জেট চালানোর দক্ষতা
রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে যাচ্ছেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম ভারতীয়।