/indian-express-bangla/media/media_files/2025/06/07/Qk6agHimH7FYbvidkC6L.jpg)
টেসলা এখন ভারতে, ইলেকট্রিক গাড়ির ভোলবদল ইলন মাস্কের
Tesla India Launch: ইলন মাস্কের বহু প্রতীক্ষিত টেসলা শীঘ্রই ভারতে তাদের প্রথম গাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে খুলতে চলেছে ব্র্যান্ডের প্রথম শোরুম। জানা গিয়েছে মুম্বইয়ের পাশাপাশি দিল্লিতেও সংস্থা একটি শোরুম খুলবে।
বিভ্রান্ত হবেন না! বাড়ির জন্য কিনুন বাজারের সবচেয়ে শক্তিশালী লুমিনাস ইনভার্টার, তা-ও জলের দামে
ইলন মাস্কের ইভি কোম্পানি টেসলা শীঘ্রই ভারতে তার ডাল-পালা মেলতে চলেছে। গত বেশ কয়েক মাস ধরে, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে চটেসলার বৈদ্যুতিক যানবাহন মডেল ওয়াই দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে, মার্কিন সংস্থাটি শীঘ্রই ভারতে প্রবেশ করতে চলেছে বলেই ইঙ্গিত।
ধুনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলা ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি মডেল 'ওয়াই' লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে, সূত্রের খবর, টেসলা ভারতে অন্য কোন নামে ব্র্যান্ডের মডেল ওয়াই লঞ্চ করতে পারে।
ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়তেই ইলন মাস্ককে কাছে টানলেন মোদী, দিলেন বিরাট উপহার
ভারতে লঞ্চের আগে, টেসলা মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) একটি শোরুমের জন্য ৪০০৩ স্কোয়ারফূট জায়গা ভাড়া নিয়েছে। যার ভাড়া প্রায় ৩৫.২৬ লক্ষ টাকা। এর পাশাপাশি, টেসলা দিল্লিতে একটি শোরুম খোলার পরিকল্পনাও করছে।
অনুমান করা হচ্ছে যে ভারতে টেসলার প্রথম EV মডেল Y এর দাম 60-70 লক্ষ টাকার মধ্যে হবে। যা মার্সিডিজ, BMW, ভলভো এবং BYD এর মতো প্রিমিয়াম গাড়ি কোম্পানিগুলির পাশাপাশি ভারতের অন্যান্য গাড়ি কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।