/indian-express-bangla/media/media_files/2025/06/22/robotic-mules-2025-06-22-13-27-49.jpg)
ভারতীয় সেনার হাতে অত্যাধুনিক ‘রোবোটিক খচ্চর’, মোতায়েন চিন-পাক সীমান্তে, ভয়ঙ্কর ক্ষমতা বুকে কাঁপুনি ধরাবে।
Indian Army Robotic Mule: ভারতীয় সেনার হাতে অত্যাধুনিক ‘রোবোটিক খচ্চর’, মোতায়েন চিন-পাক সীমান্তে, ভয়ংকর ক্ষমতা বুকে কাঁপুনি ধরাবে।
ভারতীয় সেনাবাহিনী চিন ও পাকিস্তান সীমান্তে এবার নতুন প্রযুক্তিকে হাতিয়ার করে আরও শক্তিশালী। এই প্রযুক্তির নাম ‘রোবোটিক মিউল’ বা বাংলায় বলা যায় ‘রোবোটিক খচ্চর’। এটি এমন এক আধুনিক রোবটিক প্ল্যাটফর্ম, যা নিজে নিজেই অস্ত্র বহন করে পাহাড়ি বা দুর্গম সীমান্তে নজরদারি চালাতে পারে।
কী কী পারদর্শিতা রয়েছে এই রোবোটিক খচ্চরের?
অস্ত্র বহনে সক্ষম
এটিতে AK-47, INSAS, LMG, স্নাইপার রাইফেল বা Tavor-এর মতো ভয়ঙ্কর অস্ত্র ইন্সটল করা যেতে পারে।
লজিস্টিক সাপোর্ট
এটি ১২-১৫ কেজি পর্যন্ত সামরিক পেলোড বহন করতে পারে। সেনার রসদ পৌঁছে দিতেও ব্যবহৃত হবে।
যে কোনও ভূখণ্ডে চলতে সক্ষম:
সমতল রাস্তায়
পাহাড়ি দুর্গম পথে
তুষারাবৃত অঞ্চল
এমনকি সিঁড়ি বা জলেও হাঁটতে সক্ষম এই অত্যাধুনিক অস্ত্র।
একটানা ৩.৫ ঘণ্টা চলতে পারে
মাত্র ১ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ
ব্যাটারি লাইফ প্রায় ২১ ঘণ্টা
নজরদারি ক্ষমতা:
৫টি থার্মাল ক্যামেরা
৩৬০ ডিগ্রি দৃষ্টিশক্তি
ইলেকট্রো-অপটিক ও ইনফ্রারেড সেন্সর
ওজন: প্রায় ৫১ কেজি
দৈর্ঘ্য: ৩৭.৫ ইঞ্চি
উচ্চতা: ২৭ ইঞ্চি
প্রস্থ: ১০ ইঞ্চি
সেনাদের জীবন বাঁচাবে এই রোবট
চরম সংঘর্ষপ্রবণ ও বিপজ্জনক এলাকাগুলিতে 'রোবোটিক খচ্চর' মোতায়েন করলে প্রথম সারিতে সেনা পাঠানোর প্রয়োজন কমে যাবে। এটি শত্রুর অবস্থান চিহ্নিত করে সেনাদের জানাবে, এমনকি প্রয়োজন হলে আক্রমণও চালাতে পারবে। সুতরাং এটি শুধু নজরদারি নয়, বরং যুদ্ধক্ষেত্রে 'স্মার্ট কমব্যাট সিস্টেম' হিসেবেও কাজ করবে।