Inverter Battery: বছরের পর বছর চালান ইনভার্টার! পুরোনো ব্যাটারিতেই পান নতুনের মত পারফরমেন্স, কীভাবে?

Inverter Battery Technology: ইনভার্টার ব্যাটারিতে যদি ভুল করে নলকূপের জল বা মিনারেল ওয়াটার দেন, তাহলে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। জানুন ইনভার্টার ব্যাটারি সুরক্ষিত রাখার সহজ ঘরোয়া কায়দা এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি।

Inverter Battery Technology: ইনভার্টার ব্যাটারিতে যদি ভুল করে নলকূপের জল বা মিনারেল ওয়াটার দেন, তাহলে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। জানুন ইনভার্টার ব্যাটারি সুরক্ষিত রাখার সহজ ঘরোয়া কায়দা এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Inverter Battery: অনেকেই অভিযোগ করেন, ইনভার্টারের ব্যাটারি মাত্র ২-৩ বছরেই নষ্ট হয়ে যায়।

Inverter Battery: অনেকেই অভিযোগ করেন, ইনভার্টারের ব্যাটারি মাত্র ২-৩ বছরেই নষ্ট হয়ে যায়। (প্রতীকী ছবি)

Inverter Battery Technology: দেশের বহু শহর ও গ্রামে এখনও ঘন ঘন লোডশেডিং হয়ে থাকে। এই কারণে ইনভার্টার আজ প্রায় প্রতিটি বাড়ির প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে। কিন্তু আপনি জানেন কি, ইনভার্টার ব্যাটারি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করলে তা সময়ের আগেই ডেড হয়ে যেতে পারে?

সাধারণ ভুল: ভুল জল ব্যবহার

Advertisment

অনেকেই না জেনে বা অবহেলায় নলকূপের জল, মিনারেল ওয়াটার বা ফিল্টারড জল ব্যাটারিতে দিয়ে থাকেন। এটি একেবারেই বিপজ্জনক। এমন জল ব্যাটারির ভিতরের প্লেটগুলোতে জমাট ধাতব পদার্থ তৈরি করে, যা দ্রুত ব্যাটারি নষ্ট করে দিতে পারে।

আরও পড়ুন- ঘরে বসেই ভরপুর বিনোদন! সস্তার ওটিটি প্ল্যানে বিরাট চমক, সঙ্গে ফ্রি কলিং, আনলিমিটেড ডেটা, Airtel, Jio, Vi,এগিয়ে কে?

সঠিক সমাধান: শুধুই Distilled Water

Advertisment

ব্যাটারিতে সবসময় ডিস্টিলড ওয়াটার ব্যবহার করুন। এই জল রাসায়নিকভাবে বিশুদ্ধ এবং এতে কোনও ক্ষতিকর উপাদান থাকে না।

ডিস্টিলড ওয়াটার ব্যবহারের উপকারিতা:

  • ব্যাটারির প্লেট সুরক্ষিত থাকে

  • ব্যাটারির আয়ু বাড়ে

  • ওভারহিটিং কম হয়

  • চার্জিং দক্ষতা বৃদ্ধি পায়

কীভাবে রক্ষা করবেন ইনভার্টার ব্যাটারিকে?

  1. মাসে অন্তত দু’বার ব্যাটারির জল পরীক্ষা করুন। গ্রীষ্মে দ্রুত জল শুকিয়ে যায়, তাই নজরদারি আরও বেশি জরুরি।

  2. সবসময় ২-৩ লিটার ডিস্টিল্ড ওয়াটার বাড়িতে মজুত রাখুন।ব্যাটারিতে গড়ে ১.৫-২ লিটার জল প্রয়োজন হয়।

  3. ব্যাটারির ঢাকনা পরিষ্কার রাখুন।ধুলোময় পরিবেশে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।

  4. ওভারলোডেড যন্ত্র ইনভার্টারে চালাবেন না। কম ক্যাপাসিটির ব্যাটারিতে বেশি লোড দিলে আয়ু কমে যায়।

আরও পড়ুন- দীঘা জগন্নাথ ধাম To কলকাতা এবার এক চার্জেই! Hero-এর বিরাট চমক, নামমাত্র দামে পান ধুঁয়াধার পারফরমেন্স

ব্যাটারির যত্নে কেন গুরুত্ব দেবেন?

একটি ভালো ইনভার্টার ব্যাটারি কিনতে খরচ পড়ে ১০,০০০থেকে ১৫,০০০ টাকা। এই ব্যয় শুধু একটু অবহেলার কারণেই যদি বারবার হয়, তাহলে আপনার বার্ষিক বাজেটেই ধাক্কা লাগবে।

আরও পড়ুন- UPI ট্রান্সফারে আটকে টাকা? ঝটপট ক্রেডিট হবে অ্যাকাউন্টে,জানুন চটজলদি পদ্ধতি

অতিরিক্ত কিছু টিপস:

  • ব্যাটারি দীর্ঘদিন অফ থাকলে পুরো ডিসচার্জ হতে দেবেন না

  • ব্যাটারির সংযোগস্থানগুলি নিয়মিত পরিষ্কার করুন

  • গরমকালে ব্যাটারির চারপাশে ভালো বাতাস চলাচল নিশ্চিত করুন

আরও পড়ুন- আহমেদাবাদ দুর্ঘটনার জের, বিমানে উঠতে ভয়? কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?

ইনভার্টার ব্যাটারি (Inverter Battery) রক্ষণাবেক্ষণ কোনও বড় কাজ নয়। শুধুমাত্র সঠিক জল ব্যবহার এবং নিয়মিত পর্যবেক্ষণ করলেই আপনি আপনার ব্যাটারির আয়ু অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। আজ থেকেই সচেতন হন এবং ডেড ব্যাটারির খরচ এড়িয়ে চলুন।

technology inverter Battery