Shubhanshu Shukla Return Axiom-4 Live Updates: আগামীকালই পৃথিবীর মাটিতে পা! মহাকাশ ছাড়ার আগে আবেগঘন বার্তা শুভাংশুর

Shubhanshu Shukla Return Axiom-4 Live Updates: মহাকাশ মিশনের সময় তারা একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। এই অভিজ্ঞতা শুধু আন্তর্জাতিক মহাকাশ গবেষণার দিকেই নয়, ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসেও এক গৌরবজনক সংযোজন।

Shubhanshu Shukla Return Axiom-4 Live Updates: মহাকাশ মিশনের সময় তারা একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। এই অভিজ্ঞতা শুধু আন্তর্জাতিক মহাকাশ গবেষণার দিকেই নয়, ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসেও এক গৌরবজনক সংযোজন।

author-image
IE Bangla Tech Desk
New Update
INDIA, Shubhanshu Shukla, Axiom 4, Axiom 4 mission, Shubhanshu Shukla Return, Shubhanshu Shukla Return Axiom-4 Live Updates, Axiom-4 Live Updates, Shubhanshu Shukla Return Live, NASA,

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশযানের আনডকিং প্রক্রিয়া সফল

 Shubhanshu Shukla Return Axiom-4 Live Updates: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনডকিং প্রক্রিয়া সফল। আগামীকালই ISS থেকে পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী। নাসা সূত্রে জানানো হয়েছে মহাকাশযানটি ১৫ জুলাই, মঙ্গলবার বিকাল ৩:০০ টে নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করবে।

Advertisment

X Fold 5 লঞ্চে Samsung-এর টেনশন বাড়াল করল Vivo, মিলবে অসাধারণ ফটোগ্রাফির সেরা অভিজ্ঞতা

প্রায় ২০ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম-৪ (Axiom-4) মিশনের অংশ হিসেবে তিনি আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে মহাকাশে গিয়েছিলেন। আজ বিকেল ৪:৪০  মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে ড্রাগন মহাকাশযানটির আনডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।  আগামীকাল, অর্থাৎ ১৫ জুলাই, ক্যালিফোর্নিয়ার উপকূলে সেটি সফলভাবে অবতরণ করবে বলে জানানো হয়েছে।

Advertisment

শুভাংশু শুক্লা গত ২৬শে জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের সাভোস উজানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপো। এই চার মহাকাশচারী মহাকাশে অবস্থানকালে পৃথিবী প্রদক্ষিণ করেছেন এবং মোট ৬০ লক্ষ মাইলেরও বেশি পথ অতিক্রম করেছেন।

মহাকাশ মিশনের সময় তারা একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। এই অভিজ্ঞতা শুধু আন্তর্জাতিক মহাকাশ গবেষণার দিকেই নয়, ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসেও এক গৌরবজনক সংযোজন।

মৃত্যুর পরও বেঁচে থাকে মানব শরীরের অঙ্গ? চমকে দেওয়ার মত তথ্য এবার প্রকাশ্যে

ড্রাগন ক্যাপসুলের অবতরণের আগে একটি আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শুভাংশু শুক্লা বলেন, “আমরা শীঘ্রই পৃথিবীতে দেখা করব।” আনডকের প্রায় ২২.৫ ঘন্টা পরে তাদের ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

মহাকাশ থেকে ফিরে আসার পর শুভাংশুকে একটি সাত দিনের বিশেষ পুনর্বাসন পর্বের মধ্য দিয়ে যেতে হবে। এই সময়ে তার শরীর আবার পৃথিবীর মাধ্যাকর্ষণে অভ্যস্ত হবে। সূত্রের খবর, এই পুনর্বাসন পর্বে চিকিৎসা, শারীরিক থেরাপি ও মানসিক বিশ্রামের ওপর বিশেষ জোর দেওয়া হবে।

শুভাংশুর পরিবার তার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাঁর বাবা শম্ভু দয়াল শুক্লা ও মা আশা শুক্লা ইতিমধ্যেই সংবাদমাধ্যমের সামনে ছেলের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। শুভাংশু মহাকাশে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তিনি স্ত্রী ও পরিবারের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন।

শুভাংশুর এই যাত্রা ভারতের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে উঠেছে। ভারতীয় মহাকাশ গবেষণার ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হতে চলেছে, তা যেন আরও একবার প্রমাণ করলেন শুভাংশু শুক্লা।

মিনিটে চোখের নিমেষে পান নতুন প্যান কার্ড, ঘরে বসে তৈরির এই উপায় জানেন তো?

Shubhanshu Shukla