কনফার্ম টিকিটের তারিখ সহজেই বদল, যাত্রী পরিষেবা যুগান্তকারী উদ্যোগ রেলের, নতুন নিয়ম কবে থেকে কার্যকর?

যাত্রীদের সুবিধার্থে নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। এবার থেকে অনলাইনের মাধ্যমে কনফার্ম ট্রেন টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে...

যাত্রীদের সুবিধার্থে নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। এবার থেকে অনলাইনের মাধ্যমে কনফার্ম ট্রেন টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে...

author-image
IE Bangla Tech Desk
New Update
vande bharat metro .

কনফার্ম টিকিটের তারিখ সহজেই বদল, যাত্রী পরিষেবা যুগান্তকারী উদ্যোগ রেলের

এবার আপনি কনফার্ম টিকিটের তারিখ বদল  করতে পারবেন, নতুন নিয়ম কবে থেকে কার্যকর?

Advertisment

যাত্রীদের সুবিধার্থে নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। এবার থেকে অনলাইনের মাধ্যমে কনফার্ম ট্রেন টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে, এবং এর জন্য কোনও অতিরিক্ত বাতিলকরণ চার্জও দিতে হবে না। অর্থাৎ, যদি আপনার ২০ নভেম্বর পাটনার ট্রেনের একটি নিশ্চিত টিকিট থাকে এবং কোনও কারণে আপনি ২৫ নভেম্বর যাত্রা করতে চান, তাহলে নতুন করে টিকিট বুক করার দরকার পড়বে না। আপনি অনলাইনে সেই টিকিটের তারিখ পরিবর্তন করে একই টিকিটে নতুন তারিখে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে রেলের টিকিট বুকিংয়ের নিয়মে এই সুবিধা নেই। যাত্রার পরিকল্পনা পরিবর্তন হলে যাত্রীদের টিকিট বাতিল করতে হয় এবং নতুন তারিখের জন্য নতুন টিকিট বুক করতে হয়। এতে বাতিলকরণ ফি দিতে হয় এবং একইসঙ্গে পরবর্তী তারিখে নিশ্চিত টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই নতুন ব্যবস্থা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। তাঁর মতে, এখন টিকিট বাতিল ও পুনরায় বুকিং করতে গিয়ে যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং অনেক ক্ষেত্রেই ভ্রমণ করাটাও কঠিন হয়ে পড়ে। তাই যাত্রীদের স্বার্থে এই পরিবর্তন আনা হচ্ছে।

Advertisment

তবে রেলমন্ত্রী স্পষ্ট করেছেন যে, নিশ্চিত টিকিট পরিবর্তনের পর নতুন তারিখেও নিশ্চিত টিকিট পাওয়ার কোনও গ্যারান্টি থাকবে না। এটি সম্পূর্ণ নির্ভর করবে আসন প্রাপ্যতার উপর। পাশাপাশি, যদি নতুন তারিখের ভাড়া বেশি হয়, সেই পার্থক্য যাত্রীকেই বহন করতে হবে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে লক্ষ লক্ষ যাত্রী উপকৃত হবেন, বিশেষ করে যারা ভ্রমণের পরিকল্পনা পরিবর্তনের কারণে বারবার টিকিট বাতিল করতে বাধ্য হন।

বর্তমান নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাস টিকিট বাতিল করলে ২৪০ টাকা প্লাস জিএসটি দিতে হয়। এসি টু টিয়ার বা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ২০০ টাকা প্লাস জিএসটি, এসি থ্রি টিয়ার বা চেয়ার কারের ক্ষেত্রে ১৮০ টাকা প্লাস জিএসটি, স্লিপার ক্লাসে ১২০ টাকা এবং দ্বিতীয় শ্রেণিতে ৬০ টাকা কেটে নেওয়া হয়। নতুন অনলাইন তারিখ পরিবর্তন ব্যবস্থা চালু হলে এই সমস্ত খরচ থেকে যাত্রীরা মুক্তি পাবেন।

আরও পড়ুন-৬০ কোটি বছর আগে, ২১ ঘন্টায় একদিন! কীভাবে পরিবর্তন এল? জানেন না ৯৯% মানুষই

IRCTC