Advertisment

Indian Railways Super App: যাত্রী স্বার্থে রেলের মারকাটারি উদ্যোগ, টিকিট বুকিং থেকে খাবার অর্ডার 'সুপার অ্যাপে'ই মুসকিল আসান

Indian Railways Super App: যাত্রী পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপের পথে হাঁটতে চলছে ভারতীয় রেল। অল-ইন-ওয়ান 'সুপার অ্যাপ' চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল। নতুন অ্যাপের সাহায্যে, যাত্রীরা 'টিকিট বুকিং' ছাড়াও প্ল্যাটফর্ম টিকিট বুক করতেও পারবেন।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
super aap Train

রেলওয়ে চালু করবে 'সুপার অ্যাপ', টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, খাবার..সবকিছুই মিলবে এক জায়গাতেই!

Indian Railways Super App: রেলওয়ে চালু করবে 'সুপার অ্যাপ', টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, খাবার..সবকিছুই মিলবে এক জায়গাতেই!  

Advertisment

যাত্রী পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপের পথে হাঁটতে চলছে ভারতীয় রেল। অল-ইন-ওয়ান 'সুপার অ্যাপ' চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল। নতুন অ্যাপের সাহায্যে, যাত্রীরা 'টিকিট বুকিং' ছাড়াও প্ল্যাটফর্ম টিকিট বুক করতেও পারবেন।

তড়িঘড়ি করুন এই কাজ, নাহলে বন্ধ হবে রেশন

রেলের বিভিন্ন তথ্যের জন্য আমরা বিভিন্ন অ্যাপ অথবা সাইট ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ, টিকিট বুক করতে IRCTC অ্যাপের পাশাপাশি অনেক থার্ড পার্টি অ্যাপ আমরা ব্যবহার করে থাকি। ট্রেনটি কোথায় তা জানতে Where Is My Train-এর মত অ্যাপ ব্যবহার করে থাকি। এবার যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল। 
ডিসেম্বরের মধ্যে রেলওয়ের পক্ষ থেকে একটি 'সুপার অ্যাপ' চালু করা হবে বলেই জানা গিয়েছে। যাতে এক ক্লিকে রেল সংক্রান্ত সকল পরিষেবার সুবিধা মিলবে।

নভেম্বরে তোলপাড়! বাজারে আসছে 50MP ক্যামেরা সহ Redmi-এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন

এবার থেকে একটি মাত্র প্ল্যাটফর্মে সমস্ত সুবিধা মিলতে চলেছে, শুধুমাত্র এক ক্লিকেই। যাত্রী স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপে থাকবে অনেক ফিচার।  টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট এবং ট্রেনটি কোথায় তা যেমন জানতে পারবেন যাত্রীরা পাশাপাশি এই অ্যাপ থেকেই খাবার অর্ডার করার মত সুবিধা মিলবে বলে জানা গিয়েছে।  এই অ্যাপটি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) তৈরি করেছে এবং এটি IRCTC-এর প্রতিষ্ঠিত সিস্টেমের সাথে কাজ করবে।

বর্তমানে, রেলের বিভিন্ন সুবিধার জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে হয় যাত্রীদের। যেমন IRCTC Rail Connect, IRCTC ই-ক্যাটারিং ফুড অন ট্র্যাক, Rail Madad, Unreserved Ticket System (UTS) এবং National Train Inquiry System। এই অ্যাপগুলির নিজস্ব আলাদা ব্যবহার এবং একটি সীমিত ফাংশন রয়েছে৷ কিন্তু এই সুপার অ্যাপে এই সমস্ত সুবিধা এক জায়গায় এবং একসাথে পাওয়া যাচ্ছে।

IRCTC Rail Connect বর্তমানে প্রায় ১০০ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছেন। এইভাবে, এটি সবচেয়ে বেশি ডাউনলোড করা রেলওয়ে অ্যাপও। এর মাধ্যমে, আপনি যদি টিকিট বুক করেন, তাহলে আপনাকে অন্যান্য অ্যাপের তুলনায় কম সার্ভিস চার্জ দিতে হয়। ২০২৩-২০২৪ অর্থবর্ষে  IRCTC টিকিট বুকিং থেকে 1,111.26 কোটি টাকা লাভ করেছে এবং চলতি আর্থিক বর্ষে অ্যাপটির আয়  4,270.18 কোটি টাকা।

 

indian railway
Advertisment