Infinix Hot 50 5G: দশ হাজারের কমে চোখ ধাঁধানো স্মার্টফোন কিনতে চাইছেন? Infinix Hot 50 5G আপনার জন্ সেরা বিকল্প।এই মডেলে আপনি যেমন পাবেন 16 GB পর্যন্ত RAM, তেমনই থাকছে 48MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি,। আর দাম তাও আপনার সাধ্যের মধ্যেই।
Infinix Hot 50 5G মাত্র কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি 5G স্মার্টফোন যার দাম 10,000 টাকারও কম। Hot 50 5G-তে একটি 6.7-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে, যাতে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। রয়েছে 8 জিবি পর্যন্ত RAM, যা পেয়ার করা রয়েছে মিডিয়াটেক ডাইমেনশন 6300 প্রসেসরের সঙ্গে। ফোনটিতে 5 হাজার mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 18 ওয়াট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ।
Infinix Hot 50 5G ভাইব্রেন্ট ব্লু, স্লীক ব্ল্যাক, সেজ গ্রিন এবং ড্রিমী পার্পল রঙে আনা হয়েছে। এর 4GB + 128GB মডেলের দাম 9,999 টাকা। 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। বাছাই করা ব্যাঙ্ক কার্ডগুলিতেও 1,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে৷
ট্রিপল ক্যামেরা, শক্তিশালী ফিচার্স, বাজারে আসছে Oppo Reno 13 সিরিজ !
Infinix Hot 50 5G স্পেসিফিকেশন
Infinix Hot 50 5G-তে একটি 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে রেজোলিউশন হল 1600 x 720 পিক্সেল এবং 120 Hz এর রিফ্রেশ রেট উপলব্ধ। Hot 50 5G-তে MediaTek এর ডাইমেনশন 6300 প্রসেসর রয়েছে। এটি Mali-G57 MC2 GPU এর সাথে আসে। এই ফোনটি 4 এবং 8 GB RAM অপশনে আসে।
ফোনটিতে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা এসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এ চলে, যার উপরে XOS 14.5 এর একটি লেয়ার রয়েছে।
Infinix Hot 50 5G তে একটি 48MP রিয়ার ক্যামেরা রয়েছে। সেটি হল Sony IMX582 সেন্সর। এছাড়াও রয়েছে একটি ডেপথ সেন্সর। সামনের ক্যামেরাটি 8 এমপি, যাতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
ফোনটিতে রয়েছে 5 হাজার mAh ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রয়েছে IP54 রেটিং। নয়া এই ফোনটির ওজন 188 গ্রাম , Infinix Hot 50 5G-এ সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Bluetooth 5.3, GPS, USB Type-C এর মত কানেক্টিভিটি অপশন পাওয়া যায়।
বাইকের বাজারে বিস্ফোরণ! Royal Enfield- আনল সংস্থার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল
অন্যান্য
Infinix Hot 50 5G-এ সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার এবং সিকিউরিটির জন্য এতে রয়েছে বিশেষ AI টেকনোলজি। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম 5G, Wi-Fi, ব্লুটুথ রয়েছে।
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে, Infinix Hot 50 5G স্মার্টফোনটি ব্র্যান্ডের সর্বশেষ Android 14 ভিত্তিক XOS 14-এ কাজ করে।