Advertisment

নিখুঁত ডিজাইনের সঙ্গে লেটেস্ট ফিচার্স ! ১০ হাজারের কমে পান নজরকাড়া 5G স্মার্টফোন!

infinix hot 50 5g : Infinix Hot 50 5G লঞ্চ হয়েছে ভারতে। এই 5g স্মার্টফোনের দাম ১০ হাজারেরও কম। সঙ্গে পান সেরা লঞ্চ অফার। ঝাঁ চকচকে ফটোগ্রাফির সঙ্গে পান দারুণ স্পিড।

author-image
IE Bangla Tech Desk
New Update
Infinix Hot 50 5G

Infinix Hot 50 5G

Infinix Hot 50 5G Launched : Infinix ভারতে Infinix Hot 50 5G লঞ্চ করেছে। এটি একটি 5G স্মার্টফোন যার দাম 10,000 টাকারও কম। Hot 50 5G-তে একটি 6.7-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে, যাতে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। রয়েছে 8 জিবি পর্যন্ত RAM, যা পেয়ার করা রয়েছে  মিডিয়াটেক ডাইমেনশন 6300 প্রসেসরের সঙ্গে। ফোনটিতে 5 হাজার mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 18 ওয়াট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে । 

Advertisment

৬ হাজার বছর আগেও সূর্যগ্রহণ! ঋগ্বেদের সামনে মাথা নোয়ালেন বিজ্ঞানীরা

ভারতে Infinix Hot 50 5G এর দাম

Infinix Hot 50 5G ভাইব্রেন্ট ব্লু, স্লীক ব্ল্যাক, সেজ গ্রিন এবং ড্রিমী পার্পল রঙে আনা হয়েছে। এর 4GB + 128GB মডেলের দাম 9,999 টাকা। 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। বাছাই করা ব্যাঙ্ক কার্ডগুলিতেও 1,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে৷ 9 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হবে।

Teachers Day 2024: টিচার্স ডে'র সেরা গিফট! আপ্লুত হতে বাধ্য হবেন আপনার প্রিয় শিক্ষক

Infinix Hot 50 5G স্পেসিফিকেশন

Infinix Hot 50 5G-তে একটি 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে রেজোলিউশন হল 1600 x 720 পিক্সেল এবং 120 Hz এর রিফ্রেশ রেট উপলব্ধ। Hot 50 5G-তে MediaTek এর ডাইমেনশন 6300 প্রসেসর রয়েছে। এটি Mali-G57 MC2 GPU এর সাথে আসে। এই ফোনটি 4 এবং 8 GB RAM অপশনে আসে।

ফোনটিতে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা এসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এ চলে, যার উপরে XOS 14.5 এর একটি লেয়ার রয়েছে।

Infinix Hot 50 5G তে একটি 48MP রিয়ার ক্যামেরা রয়েছে। সেটি হল Sony IMX582 সেন্সর। এছাড়াও রয়েছে একটি  ডেপথ সেন্সর। সামনের ক্যামেরাটি 8 এমপি, যাতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

ঝড়ের গতিতে পান ১০০০ জিবি নেট, আরও দাম কমালো BSNL



ফোনটিতে রয়েছে 5 হাজার mAh ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রয়েছে IP54 রেটিং। নয়া এই ফোনটির ওজন 188 গ্রাম , Infinix Hot 50 5G-এ সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Bluetooth 5.3, GPS, USB Type-C এর মত কানেক্টিভিটি অপশন পাওয়া যায়।

দামি রিচার্জকে বলুন Bye, Jio-র সেরা প্ল্যান! মাস প্রতি খরচ ১৭৩ টাকা

Infinix 5G smartPhone
Advertisment