New Update
/indian-express-bangla/media/media_files/2024/10/24/mi0Al03H9yxWKAeHEjId.jpg)
Infinix ভারতে আরেকটি সস্তার স্মার্টফোন লঞ্চ করেছে।
Infinix ভারতে আরেকটি সস্তার স্মার্টফোন লঞ্চ করেছে।
Infinix Hot 50 Pro: Infinix ভারতে আরেকটি সস্তার স্মার্টফোন লঞ্চ করেছে। Hot সিরিজের এই বাজেট স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি, 8GB RAM, 256GB স্টোরেজের মতো শক্তিশালী ফিচার্স রয়েছে। Infinix-এর এই স্মার্টফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে - গ্লাসিয়াল ব্লু, স্লীক ব্লু এবং টাইটানিয়াম গ্রে। Infinix Hot 50 Pro মডেলে রয়েছে MediaTek Helio G100 প্রসেসর। এই বাজেট স্মার্টফোনটিতে রয়েছে IP54 ওয়াটার এবং ডাস্ট রেটিং ফিচার্স।
Infinix Hot 50 Pro- মডেলের অত্যাধুনিক ফিচার্স
এই স্মার্টফোনটিতে একটি 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যাতে রয়েছে IPS LTPS প্রযুক্তি। Infinix-এর এই সস্তার ফোনটিতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন রয়েছে। ফোনটির পারফরমেন্সের কথা বললে, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন প্রসেসর Helio G100। ফোনটিতে 8GB RAM রয়েছে। রয়েছে 256GB ইন্টারন্যাল স্টোরেজ। যেটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
Infinix Hot 50 Pro এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে একটি 2MP ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য Infinix-এর এই সস্তা ফোনটিতে Bluetooth 5.4, NFC, FM রেডিও, 3.5mm অডিও জ্যাকের মতো ফিচার্স দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিংয়ের মত লেটেস্ট ফিচার্স। নয়া এই স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করে।