Infinix Note 50X 5G: ২৭ মার্চ! কেন তোলপাড় হবে ভারতের বাজার? জানলে লোভ সামলানো কঠিন

Infinix Note 50X 5G: ভারতের স্মার্ট ফোনের বাজারে রীতিমত আছড়ে পড়তে চলেছে সুনামি। ১০৮ এমপি ক্যামেরা সহ দুর্দান্ত ৫জি স্মার্টফোন চলতি মাসের ২৭ তারিখ ভারতে লঞ্চ হতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
infinix note 50x 5g

২৭ মার্চ! ভারতের বাজারে তোলপাড় পড়বে, সুনামি উঠবে স্মার্টফোনের বাজারে

Infinix Note 50X 5G: ভারতের স্মার্ট ফোনের বাজারে রীতিমত আছড়ে পড়তে চলেছে সুনামি। ১০৮ এমপি ক্যামেরা সহ দুর্দান্ত ৫জি স্মার্টফোন চলতি মাসের ২৭ তারিখ ভারতে লঞ্চ হতে চলেছে।  

Advertisment

২৭ মার্চ স্মার্ট ফোনপ্রেমীদের জন্য হতে চলেছে বিশেষ একটি দিন।  ভারতে লঞ্চ হতে চলেছে ১০৮ এমপি ক্যামেরা সহ সস্তার একটি সস্তা ৫জি স্মার্টফোন। যেটি বাজারে আলোড়ণ ফেলতে চলেছে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট ফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করেছে। 

স্মার্টফোনের বাজারে ঝড় তুলে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ক্যামেরা সহ ৫জি স্মার্টফোন। ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টেও এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। মাইক্রোসাইটে ফোনটির ক্যামেরা ডিজাইনও সামনে আনা হয়েছে । 

আসলে ইনফিনিক্স লঞ্চ করতে চলেছে একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এটি হতে চলেছে  কোম্পানির নোট ৫০ সিরিজের পরবর্তী মডেল। এর আগে, কোম্পানি ইন্দোনেশিয়ায় Infinix Note 50, Infinix Note 50 Pro এবং Infinix Note 50 Pro+ লঞ্চ করেছে। এই ফোনটি Infinix Note 50X 5G নামে নিয়ে আসতে চলেছে বাজারে।

Advertisment

গরমে বিদ্যুৎ বিল নিয়ে নাভিশ্বাস? চিন্তা ছেড়ে জানুন বিল কমানোর দুরন্ত এই সিক্রেট টিপস

এই ইনফিনিক্স ফোনটি গত বছর লঞ্চ হওয়া Note 40X 5G এর একটি আপগ্রেডেড মডেল। এই ফোনটি ২০২৪ সালের আগস্টে লঞ্চ হয়েছিল। এতে আছে MediaTek Dimensity 6300 SoC, 6.78 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ইনফিনিক্স ফোনটিতে রয়েছে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট দ্রুত চার্জিং। এই ফোনের পিছনে থাকছে একটি 108MP ক্যামেরা। এছাড়াও,ফোনের পিছনে আরও দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 8MP ক্যামেরা। 

Infinix Note 50X-ফোনের অন্য কোনও বৈশিষ্ট্য সম্পর্কে এখনও কোনও ফিচার প্রকাশিত হয়নি। গত বছর লঞ্চ হওয়া Note 40x 5G এর প্রারম্ভিক মূল্য 14,999 টাকা ছিল। এই ফোনটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবিতে পাওয়া যাবে। একই সময়ে, এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি এর টপ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা।

5G smartPhone