Advertisment

infinix smart 8 plus : মাত্র সাত হাজারেই পান ৬,০০০ এমএএইচ ব্যাটারির সেরা এই স্মার্টফোন! অফার জানলে চমকে উঠবেন

infinix smart 8 plus : Infinix Smart 8 Plus হল 6,000mAh ব্যাটারি সহ সবচেয়ে সস্তা স্মার্টফোন। এই মোবাইলটি আপনি মাত্র ৭,৭৯৯ টাকায় ইকমার্স সাইট Flipkart থেকে কিনতে পারবেন ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Infinix Smart 8 Plus

6,000 mAh ব্যাটারি সহ সবচেয়ে সস্তা ফোন

infinix smart 8 plus :  6000mAh ব্যাটারি বা তার চেয়েও বেশি পাওয়ার সহ অনেকগুলি মোবাইল সম্প্রতি লঞ্চ করা হয়েছে। যার মধ্যে সর্বশেষ হল Xiaomi 15, OnePlus 13 এবং Realme GT 7 Pro৷  কিন্তু এই সব ফোনই ফ্ল্যাগশিপ সেগমেন্টের। যেগুলির দাম প্রায় ৫০ হাজার টাকার বেশি। কিন্তু ভারতীয় বাজারে এমন একটি  স্মার্টফোন রয়েছে যার দাম মাত্র ৮ টাকার কম। কিন্তু আপনি এই ফোনে পেয়ে যান 6,000 mAh ব্যাটারি।  

Advertisment

6,000 mAh ব্যাটারি সহ সবচেয়ে সস্তা ফোন
Infinix Smart 8 Plus হল 6,000mAh ব্যাটারি সহ সবচেয়ে সস্তা স্মার্টফোন। এই মোবাইলটি আপনি মাত্র ৭,৭৯৯ টাকায় ইকমার্স সাইট Flipkart থেকে কিনতে পারবেন । IDFC ফার্স্ট, DSB এবং ICICI ব্যাঙ্কের গ্রাহকদের ই-কমার্স প্ল্যাটফর্মের তরফে দেওয়া হচ্ছে অতিরিক্ত অফারও যাতে ৭৮৩ টাকা ছাড় রয়েছে। এই স্কিমের সাথে, এই Infinix Smart 8 Plus আপনি পেয়ে যান ৭,০৪৫  টাকায়।  

সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট! মহাকাশ ফুঁড়ে দাপট দেখাবে ISRO, বিপর্যয়ের হাত রক্ষা পাবে বিশ্ববাসী

Infinix Smart 8 Plus স্পেসিফিকেশন

-Infinix Smart 8 Plus স্মার্টফোনটি রয়েছে  720 x 1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে।  এই স্ক্রিনটি এলসিডি আইপিএস প্যানেলে তৈরি যা 90Hz রিফ্রেশ রেট এবং 500nits উজ্জ্বলতায় কাজ করে।

-Infinix Smart 8 Plus স্মার্টফোনটি MediaTek-এর Helio G36 অক্টা-কোর প্রসেসরে কাজ করে।  

-এই Infinix মোবাইলটি Android 13 ‘Go’ ভার্সনে লঞ্চ করা হয়েছে 

-Infinix Smart 8 Plus স্মার্টফোনটিতে রয়েছে 4 GB RAMচ । এই মোবাইলটিতে 4GB বর্ধিত র‌্যাম প্রযুক্তি দেওয়া হয়েছে যা ফোনের ফিজিক্যাল র‌্যামের সাথে এটিকে 8GB RAM (4+4) পাওয়ার দেয়। এটি LPDDR4x RAM। স্মার্টফোনটিতে রয়েছে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ।

বিয়ের সিজনে বাম্পার অফার, iPhone 15 উপহারে চমকে দিন পার্টনারকে, পান হাজার হাজার ডিসকাউন্ট

-এই Infinix Smart 8 Plusমডেলে ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এটিতে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা,একই সময়ে, এই মোবাইলটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 

- আমরা আগেই বলেছি, কম বাজেটের এই স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 6000 mAh ব্যাটারি রয়েছে । ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

Infinix
Advertisment