Advertisment

হোয়াটসঅ্যাপকে নকল করছে ইনস্টাগ্রাম

অ্যাপটি খুলে Direct now অপশনে ক্লিক করলে এই মাইকের চিহ্ন দেখতে পাবেন। তার ওপর খানিক লং প্রেস করে রাখলে অডিও পাঠাতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জনপ্রিয়তায় ফেসবুককেও হার মানাচ্ছে ইনস্টাগ্রাম। একে নতুন করে সাজিয়েও তুলছে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। কয়েকদিন আগেই একাধিক ফিচারের সংযোজন ঘটেছে এখানে। সম্প্রতি আরও একটি ফিচারের আগমন ঘটেছে ইনস্টায়, ভয়েস মেসেজ।

Advertisment

ইনস্টাগ্রাম তাদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে, এখন থেকে লিখিত মেসেজ করার সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ পাঠানো সম্ভব হবে। অ্যাপটি খুলে Direct now অপশনে ক্লিক করলে এই মাইকের চিন্থ দেখতে পাবেন। তার ওপর খানিক লং প্রেস করে রাখলে অডিও পাঠাতে পারবেন। যেমনটা ঘটে থাকে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপলিকেশনে।

আরও পড়ুন:২০১৮ কেমন কাটল ফেসবুকের?

তবে মেসেজ রেকর্ডের সময় মাইক চিহ্নটি ধরে রাখতে হবে এমনটা একেবারেই নয়। একবার ক্লিক করে ওপর দিকে সোয়াইপ করলে , শব্দ রেকর্ড হওয়া শুরু হবে। যদি ভুল করে রেকর্ড করে ফেলেন, বা ভুল মেসেজ রেকর্ড হয়ে যায়, তবে তা সঙ্গে সঙ্গে ডিলিট করাও সম্ভব। চ্যাটের অন্যপ্রান্তে থাকা ডিলিট অপশনে সোয়াইপ করলেই মুছে যাবে মেসেজ।

আরও পড়ুন:শিশু পর্নোগ্রাফিতে কড়া নিষেধাজ্ঞা হোয়াটসঅ্যাপের

বিশেষজ্ঞদের মতে ইনস্টাগ্রামে এই ফিচার খুব একটা অপরিহার্য হয়ে উঠবে এমনটা নয়। তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এই ভয়েস মেসেজ ফিচার মন কেড়েছে ভারতীয়দের। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম উভয়ই ফেসবুকের মালিকানার অধীন। দুটি অ্যাপলিকেশনেই হুবহু একই ফিচার দিয়ে সাজিয়ে তুলতে চাইছে ফেসবুক। বছর শেষে ইনস্টাগ্রামে ভিডিও কলিংয়ের সংযোজন ঘটেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই গ্রুপ ভিডিও কলিংও ঢুকে পড়বে এখানে।

Read the full story in English

instagram Facebook
Advertisment