Advertisment

ইনস্টাগ্রামের নতুন ফিচার জানিয়ে দেবে ব্যয় করা সময়ের মাপকাঠি

Instagram এর “Your Activity” বৈশিষ্ট্যটি আপনার প্রোফাইল পেজের উপরের ডান দিকের মেনুটিতে ক্লিক করে অ্যাক্সেস করা যাবে। 'Upfront' বিভাগটি বর্তমান দিনে অ্যাপ্লিকেশনে ব্যয় করা সময় এবং গত সপ্তাহের ব্যয় করা সময়ের একটি দৈনন্দিন গড় সময় দেখাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইনস্টাগ্রাম তার অ্যাপে নিয়ে এসেছে নতুন ফিচার। যা আপনাকে বলে দেবে কতক্ষণ সময় ব্যয় করেছেন ইনস্টাগ্রামে। নতুন কার্যকলাপের জন্য Instagram একটা নতুন ড্যাশবোর্ড চালু করেছে। যার নাম “Your Activity”। সারাক্ষণ ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশনে ব্যয় হওয়া সময় ট্র্যাক করবে এই ফিচার।অস্থায়ী যে সব বিজ্ঞপ্তিগুলি থাকে তা বন্ধ করতে এবং নিজের জন্য সময়সীমা নির্ধারণ করারও সুযোগ দেবে এটি। এই বছরের আগস্টে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ঘোষণা করেছিল তারা অ্যাপের মধ্যে ঘোষিত নতুন একটি ড্যাশবোর্ডের সংযোজন করবে, যেখানে আপনার কার্যকলাপের পরিকাঠামোর গ্রাফ আঁকা থাকবে। বর্তমানে বৈশিষ্ট্যটি শুধু Instagram এ উপলব্ধ, ফেসবুক ব্যবহারকারীদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

Advertisment

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নিজেই বানিয়ে ফেলুন নিত্য নতুন স্টিকার

Instagram এর “Your Activity” বৈশিষ্ট্যটি আপনার প্রোফাইল পেজের উপরের ডান দিকের মেনুটিতে ক্লিক করে অ্যাক্সেস করা যাবে। 'Upfront' বিভাগটি বর্তমান দিনে অ্যাপ্লিকেশনে ব্যয় করা সময় এবং গত সপ্তাহের ব্যয় করা সময়ের একটি দৈনন্দিন গড় সময় দেখাবে।

এই ফিচার আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে পারে। যদি আপনি মনে করেন যে অনেকক্ষণ সময় ব্যয় করেছেন এবং তার মাপকাঠি যদি থাকে আপনার কাছে, তাহলে সহজেই তা হ্রাস করতে পারবেন আপনি। ডিসেম্বর মাসে একটি ব্লগ পোস্টে ফেসবুক উল্লেখ করেছে যে গবেষকরা মনে করেন যে সোশ্যাল মিডিয়ার একটি নেতিবাচক দিক আছে। মানুষকে অসামাজিক করে তুলছে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেন যে, যাঁরা প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে ১০ মিনিটের জন্য সীমাবদ্ধ রয়েছেন, তার মানে তাঁরা একাকীত্ব এবং বিষণ্ণতায় ভুগছেন। এবং তা হ্রাস করতেই দীর্ঘসময় ব্যয় করছেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে।

এর আগে গুগল এন্ড্রয়েড পি-তে একটি ড্যাশবোর্ড ফিচার চালু করেছে যা ব্যবহারকারীদের প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারের অভ্যাস, অ্যাপে কাটানো সময়, ডিভাইসটি আনলক করার সময়, স্ক্রিনে কাটানো সময়, ইত্যাদি দেখা যাবে। iOS 12 এও রয়েছে এই একই ফিচার। অ্যাপেল তার প্রতিদিনের এবং সাপ্তাহিক প্রতিবেদনে প্রকাশ করবে, যেখানে উল্লেখ থাকবে কোন অ্যাপে ব্যবহারকারীরা বেশি সময় ব্য়য় করেছেন।

Read the full story in English

instagram
Advertisment