/indian-express-bangla/media/media_files/2025/05/13/90HN0OW4N5pMFudIdW7A.jpg)
Inverter Safety Guide: ইনভার্টার সেফটি গাইড। (ছবি- প্রতীকী)
Inverter AC Safety Tips: বর্তমানে ভারতের বহু এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালে। তাই বাড়িতে ইনভার্টার থাকা অনেকটাই বাধ্যতামূলক হয়ে পড়েছে। কিন্তু শুধু ইনভার্টার থাকলেই হবে না, সেটিকে কীভাবে এবং কোথায় রাখা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। ভুল স্থানে ইনভার্টার রাখলে ব্যাটারির ওপর মারাত্মক প্রভাব পড়ে। ফলে, ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়, এমনকী এটি একসময় একেবারে কাজ করা বন্ধও করে দিতে পারে। তাই জেনে নিন, ইনভার্টার ব্যাটারির যত্নে কী কী এড়িয়ে চলা উচিত।
এই ৫ জায়গায় ইনভার্টার রাখা মানেই বিপদ
১. রান্নাঘরে ইনভার্টার রাখবেন না
রান্নাঘরে সবসময় গরম এবং আর্দ্র পরিবেশ থাকে। এই ধরনের পরিবেশে ব্যাটারি দ্রুত গরম হয়ে যায়, যার ফলে ব্যাটারির কেমিক্যাল ব্যালান্স নষ্ট হয়ে যেতে পারে।
২. বাথরুম বা স্নানঘরের পাশে নয়
বাথরুমে আর্দ্রতা সবসময়ই বেশি থাকে। সেখানে ইনভার্টার রাখলে ব্যাটারিতে শর্ট সার্কিট বা জং ধরার আশঙ্কা বেড়ে যায়।
আরও পড়ুন- বিদ্যুৎ বিল শূন্য, ম্যাজিক দেখাচ্ছে বিশেষ এই এসি, গরমে স্বস্তির বিরাট আপডেট
৩. সরাসরি রোদে রাখা যাবে না
ইনভার্টার ব্যাটারিকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। অতিরিক্ত তাপে ব্যাটারির কভার ফেটে যেতে পারে এবং পারফরম্যান্স কমে যায়।
৪. সম্পূর্ণ বদ্ধ ঘরে নয়
ইনভার্টার এমন স্থানে রাখুন যেখানে বায়ু চলাচল ভালো হয়। কারণ ইনভার্টার চলার সময় গরম হয়ে যায় এবং যদি এই তাপ বের না হতে পারে, তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন- অবিশ্বাস্য পারফরমেন্স! তাক-লাগানো ডিজাইন, বাজেট ফ্রেন্ডলি সেরা ৫ ল্যাপটপ বাজারে সুনামি তুলল
৫. শিশুদের নাগালের বাইরে রাখুন
বাচ্চারা ইনভার্টার স্পর্শ করলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটি এমন জায়গায় রাখুন যা নিরাপদ ও শিশুদের নাগালের বাইরে থাকবে।
আরও পড়ুন- বাজারে বিরাট সম্ভাবনা, চ্যালেঞ্জও ততটাই বড়! জানেন ভারতের কত বাড়িতে এসি রয়েছে? পরিসংখ্যান অবাক করবেই
ব্যাটারির আয়ু বাড়াতে যা করবেন
- ইনভার্টারকে সর্বদা শুকনো ও পরিষ্কার রাখুন
- প্রতিমাসে একবার ব্যাটারির কানেকশন ও লেভেল চেক করুন
- ইনভার্টার রাখার জন্য একটি আলাদা, ভেন্টিলেটেড ঘর ব্যবহার করুন
- ইনভার্টার ইনস্টলেশনের সময় কোনও ইলেকট্রিশিয়ান বা অভিজ্ঞ লোকের সাহায্য নিন
- ইনভার্টারের পাশে দাহ্য বস্তু বা তরল পদার্থ রাখবেন না
আরও পড়ুন- অবিশ্বাস্য ছাড়ে বিরাট মুনাফা! বাম্পার ডিসকাউন্ট কিনুন উইন্ডোজ এসির দামে Split AC
ব্যবহারকারীর অভিজ্ঞতা
এই ব্যাপারে কলকাতার বাসিন্দা দীপা সরকার বলেন, 'আমি আগে ইনভার্টার রান্নাঘরের পাশে রেখেছিলাম। কিছুদিন পর ব্যাটারির গন্ধ পেয়ে বুঝলাম যে কিছু একটা সমস্যা হয়েছে। পরে টেকনিশিয়ান এসে বললেন, ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে। এখন ঠিকঠাক জায়গায় রেখেছি। কোনও সমস্যা হয়নি!'
ইনভার্টার ব্যাটারির যত্ন নেওয়া মানেই অর্থ ও সময় বাঁচানো। ভুল জায়গায় ইনভার্টার রেখে ব্যাটারি নষ্ট করার আগে তাই ওপরের নির্দেশিকাগুলো মেনে চলুন। সঠিক ইনস্টলেশন আর নিয়মিত রক্ষণাবেক্ষণ ইনভার্টার ব্যাটারিকে দীর্ঘস্থায়ী রাখবে। তাতেই বাঁচবে অর্থ আর সময়।