/indian-express-bangla/media/media_files/2025/06/13/QhCQfD7MuhdChnlhqWHO.jpg)
বিদ্যুৎ বিল কি সত্যিই বাড়ে?
Inverter electricity consumption: গ্রীষ্ম মানেই গরমের তীব্রতা,সেই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট! এই পরিস্থিতিতে বাড়িতে ইনভার্টার ছাড়া থাকার কোন প্রশ্নই আসেনা। কিন্তু প্রশ্ন হলো, বাড়িতে ইনভার্টার লাগালে সত্যিই কি বিদ্যুৎ বিলবাড়ে? আপনি কি জানেন ইনভার্টার দিনে ঠিক কতটা বিদ্যুৎ খরচ করে? চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক একটি ইনভার্টার দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ করে?
গ্যাস লিকেজ! চিন্তা ছাড়ুন, জানুন কোন রেফ্রিজারেন্ট আপনার এসির জন্য সেরা
গ্রীষ্ম মানেই ঘন ঘন লোডশেডিং!
এই তীব্র গরমে দিন হোক বা রাত—বিদ্যুৎ না থাকলে জীবন প্রায় অচল। যেহেতু আগামী কয়েক মাস এই চরম গরম চলবেই, তাই ইনভার্টার এখন প্রয়োজনীয় গ্যাজেট। কিন্তু এটিকে সক্রিয় রাখতে গেলে বিদ্যুৎও তো লাগে! সেক্ষেত্রে কতটা বিদ্যুৎ খরচ হয় তা নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন।
ইনভার্টার আসলে কীভাবে কাজ করে?
ইনভার্টার সরাসরি বিদ্যুৎ খরচ করে না। এটি মূলত DC (Direct Current) কে AC (Alternating Current)-এ রূপান্তর করে। কারণ ইনভার্টারে থাকা ব্যাটারি DC শক্তি সঞ্চয় করে, আর ঘরের ফ্যান, কুলার, এলইডি টিভি চালাতে প্রয়োজন হয় AC শক্তি।
ইনভার্টার হল UPS-এর অংশ
একটি UPS সিস্টেমে থাকে তিনটি অংশ:
ব্যাটারি (Power Storage)
চার্জার (Battery Charging Unit)
ইনভার্টার (Current Converter)
এই তিনটির সমন্বয়েই বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাকআপ পান।
কত ধরনের ইনভার্টার পাওয়া যায়?
বর্তমানে বাজারে দুটি ধরণের ইনভার্টার সবচেয়ে বেশি জনপ্রিয়:
Modified Sine Wave Inverter
কম দাম
কম ব্যাকআপ
হালকা যন্ত্রপাতিতে কার্যকর
Pure Sine Wave Inverter
তুলনায় বেশি দাম
ভালো ব্যাকআপ
এসি, ফ্রিজ, ওয়াটার পাম্পেও চলে
ব্ল্যাক বক্স কী? কীভাবে কাজ করে? বিমান দুর্ঘটনার কারণ জানতে কী ভূমিকা থাকে এই হাইটেক যন্ত্রটির?
বিদ্যুৎ বিল কি সত্যিই বাড়ে?
ইনভার্টার ব্যাটারি সারাদিন চার্জ হওয়ার সময় কিছু বিদ্যুৎ খরচ করে। তবে এটি মোটামুটি দিনে ০.৫ থেকে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে, যা তুলনামূলকভাবে খুবই কম। তাই ইনভার্টার ব্যবহার করলেও আপনার মাসিক বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। তবে পুরনো বা কম দক্ষ ইনভার্টার বেশি বিদ্যুৎ টানতে পারে, তাই ব্র্যান্ডেড এবং Energy Efficient মডেল বেছে নেওয়াই ভালো।