/indian-express-bangla/media/media_files/mPBjQROJoykCDmms9drs.jpg)
২,৮৯৪ টাকাতেই মিলছে স্বপ্নের আইফোন
iphone-15-Discount Offer: iPhone 15-এ ভয়ঙ্কর ছাড়! মাত্র ২,৮৯৪ টাকাতেই মিলছে স্বপ্নের আইফোন। থাকছে আকর্ষণীইয় ক্যাশব্যাকের বিরাট সুযোগ।
সস্তায় আইফোন কেনার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। অ্যামাজনে Apple iPhone 15 এখন পাওয়া যাচ্ছে বিরাট ডিসকাউন্টে। ১৫ শতাংশ ছাড়ের পর ফোনটির দাম কমে হয়েছে মাত্র ৫৯,৭০০ টাকাতে। শুধু তাই নয়, মাত্র ২,৮৯৪ টাকার EMI-তেও কিনতে পারবেন স্বপ্নের এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনটি।
iPhone 15-এ কী থাকছে?
৬.১ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে
নতুন Dynamic Island ডিজাইন
শক্তিশালী A16 Bionic প্রসেসর
৪৮MP প্রাইমারি + ১২MP ফ্রন্ট ক্যামেরা
IP68 রেটিং – জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা
শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স
সিরামিক শিল্ড ও অ্যালুমিনিয়াম ফ্রেম
বিভিন্ন কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি উপলব্ধ। Amazon Pay ব্যালেন্সে পেমেন্ট করলে ১,৭৯১টাকা পর্যন্ত ক্যাশব্যাকও মিলছে।
এখন কেন কিনবেন?
বর্তমান বাজারে যখন একাধিক নতুন ব্র্যান্ডের হাই প্রাইস ফোন লঞ্চ হচ্ছে, তখন iPhone 15-এর মতো প্রিমিয়াম ফোন এত কম দামে পাওয়া সত্যিই দুর্লভ। তাই দেরি না করে অফার চলাকালীনই কিনে ফেলুন আপনার স্বপ্নের iPhone 15।