iPhone 15: iPhone 17 লঞ্চের আগে, iPhone 15 Pro Max খুব কম দামে পাওয়া যাচ্ছে, দেখে নিন আপনার কতটা সাশ্রয় হবে

iPhone 15: মাঝে মাত্র একটা দিন। লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭ বাজারে আসার আগে অ্যাপল তাদের অন্যতম জনপ্রিয় মডেল iPhone 15 Pro Max-এ দিচ্ছে বিশাল ছাড়।

iPhone 15: মাঝে মাত্র একটা দিন। লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭ বাজারে আসার আগে অ্যাপল তাদের অন্যতম জনপ্রিয় মডেল iPhone 15 Pro Max-এ দিচ্ছে বিশাল ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

iPhone 17 লঞ্চের আগে, iPhone 15 Pro Max খুব কম দামে পাওয়া যাচ্ছে

iPhone 15: মাঝে মাত্র একটা দিন। লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭ বাজারে আসার আগে অ্যাপল তাদের অন্যতম জনপ্রিয় মডেল iPhone 15 Pro Max-এ দিচ্ছে বিশাল ছাড়। ফলে প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণের সুযোগ আজ সত্যি হতে চলেছে। 

Advertisment

দু বছর আগে বাজারে লঞ্চ হয় আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই ফোনের দাম ছিল প্রায় ১,৫৯,৯০০ টাকা। বর্তমানে এটি ফ্লিপকার্টে মাত্র ১,০৮,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে আইফোনের এই মডেলটি। শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে অতিরিক্ত ১০% ছাড় পাওয়া যাবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলেও দাম আরও নেমে আসবে। 

ফিচারের দিক থেকেও ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্জ প্রোমোশন রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং ২০০০ নিটস পিক ব্রাইটনেস। গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম, সিরামিক শিল্ড গ্লাস এবং আইপি৬৮ ধুলো ও জল প্রতিরোধ ফিচার ফোনটিকে আরও টেকসই করেছে। প্রসেসিংয়ের জন্য রয়েছে অ্যাপলের উন্নত A17 Pro চিপ, যা 3nm প্রযুক্তিতে তৈরি, সঙ্গে 1TB পর্যন্ত স্টোরেজ অপশন।

Advertisment

ক্যামেরা সেটআপেও রয়েছে চমক। ৪৮ মেগাপিক্সেল প্রধান লেন্স, ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো (৫x অপটিক্যাল জুম) ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সসহ শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি ও ভিডিও কলে জন্য থাকছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে ওয়াই-ফাই 6E, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ-সি, আল্ট্রা ওয়াইডব্যান্ড প্রযুক্তি ও নতুন অ্যাকশন বাটন। অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট এটিকে ভবিষ্যতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে তুলেছে।

শুধু অ্যাপল নয়, ফ্লিপকার্টে Samsung Galaxy S24 FE 5G-তেও বড় ছাড় চলছে। ফোনটির 8+128GB ভেরিয়েন্টের আসল দাম ৫৯,৯৯৯ টাকা হলেও বর্তমানে অফারের দামে এটি মাত্র ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাংক অফারের মাধ্যমে আরও কম দামে কেনা সম্ভব।

আরও পড়ুন- রাতে ওয়াই-ফাই অন রাখবেন নাকি অফ? সঠিক উত্তর জানেন না ৯৫ শতাংশ মানুষই

iPhone 15