Advertisment

iPhone 16 Plus Flipkart Offer: ৪০ হাজারেই কিনুন ৯০ হাজারের iPhone 16, ধামাকা অফারে চমকে যাবেন

iPhone 16 Plus Flipkart Offer: আপনি যদি বছরের শুরুতেই লেটেস্ট iPhone 16 কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে অফারের বন্যা।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 16 Plus Flipkart Offer

৪০ হাজারেই কিনুন ৯০ হাজারের iPhone 16, ধামাকা অফারে চমকে যাবেন Photograph: (ফাইল ছবি)

iPhone 16 Plus Flipkart Offer:  মাত্র ৪০ হাজারের কমে পাচ্ছেন iPhone 16 Plus!  নতুন বছরের শুরুতে জনপ্রিয় এই স্মার্টফোনের উপর দেওয়া হচ্ছে বিরাট ছাড়। 

Advertisment

আপনি যদি বছরের শুরুতেই লেটেস্ট iPhone 16 কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে অফারের বন্যা। iPhone 16 Plus-এ  Flipkart আপনাকে   দিচ্ছে বিশাল ছাড়। এই ফোনটি আপনি চাইলে ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে খুব সস্তায় কিনতে পারবেন। 

Flipkart -এ আপনি মাত্র ৩৯,৭৫০ টাকাতেই পেয়ে যান iPhone 16 Plus। যদিও ফোনটির আসল দাম ৮৯,৯০০টাকা। Flipkart-আপনাকে  iPhone 16 Plus কেনার উপর দিচ্ছে ৫ শতাংশ ছাড়। এর পাশাপাশি রয়েছে  ব্যাঙ্ক অফার।  গ্রাহকরা যদি Kotak ব্যাঙ্ক বা SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে আইফোনের এই মডেলটি কেনেন তবে পেয়ে যাবেন আরও ৪ হাজারের অতিরিক্ত ছাড়। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরানো ফোনটি এক্সচেঞ্জ করলে পেয়ে যেতে পারেন  ৪১,১৫০ টাকার ছাড়। সবকটি অফারের সুবিধা নিলে আপনি মাত্র ৩৯,৭৫০ টাকায় Phone 16 Plus কিনতে পারেন। 

Advertisment

iPhone 16 Plus এ রয়েছে একটি 6.7 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এই iPhone iOS 18 এ কাজ করে। এই আইফোনটিতে রয়েছে একেবারে নতুন অক্টা কোর A18 চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে IP68 রেটিং। ক্যামেরা সেটআপের দিক থেকে 16 প্লাসের পিছনে একটি 48-মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12-মেগাপিক্সেল 2x টেলিফোটো লেন্স এবং একটি 12-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে একটি 12-মেগাপিক্সেল TrueDepth শুটার লেন্স। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে  5G, 4G LTE, Wi-Fi 6E, ব্লুটুথ, GPS এবং NFC সাপোর্ট ।

iphone
Advertisment