iPhone 17 Series: চমকে দেওয়া পারফরম্যান্স! iPhone 17 সিরিজে রয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি, পেছনে ফেলে দিল iPhone 16-এর মডেলগুলিকে

iPhone 17 Series: অ্যাপলের বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ অবশেষে বাজারে এল। এই নতুন লাইনআপে রয়েছে চারটি মডেল – আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

iPhone 17 Series: অ্যাপলের বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ অবশেষে বাজারে এল। এই নতুন লাইনআপে রয়েছে চারটি মডেল – আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

author-image
IE Bangla Tech Desk
New Update
iphone-17-series-got-biggest-battery

চমকে দেওয়া পারফরম্যান্স! iPhone 17 সিরিজে রয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি

iPhone 17 Series: অ্যাপলের বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ অবশেষে বাজারে এল। এই নতুন লাইনআপে রয়েছে চারটি মডেল – আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। আগের বছরের তুলনায় এবার কোম্পানি বিশেষ গুরুত্ব দিয়েছে ব্যাটারির দিকে। ফলে ব্যবহারকারীদের ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে বলে দাবি অ্যাপলের।

Advertisment

গত বছর লঞ্চ হওয়া আইফোন ১৬ সিরিজের ব্যাটারিতে সিঙ্গেল চার্জে পাওয়া যেত ১৮ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং, ২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক এবং ৮০ ঘণ্টা অডিও। তুলনায়, নতুন আইফোন ১৭ একবার চার্জে ২৭ ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং ও ৩০ ঘণ্টা ভিডিও প্লেব্যাকের সুবিধা দেবে। এতে রয়েছে ৩,৬৯২ এমএএইচ ব্যাটারি, যা ১৬ সিরিজের তুলনায় প্রায় ৩.৭ শতাংশ শক্তিশালী।

একই সিরিজের নতুন আইফোন এয়ার মডেলটি এসেছে ৩,১৪৯ এমএএইচ ব্যাটারি নিয়ে। এর সাহায্যে ব্যবহারকারীরা পাবেন ২২ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং এবং ২৭ ঘণ্টা ভিডিও প্লেব্যাকের সুবিধা। উল্লেখযোগ্যভাবে, এটি অ্যাপলের প্রথম আলট্রা -স্লিম ডিজাইনের আইফোন।

Advertisment

অন্যদিকে, আইফোন ১৭ প্রো মডেলে থাকছে ৪,২৫২ এমএএইচ ব্যাটারি, যা আগের প্রজন্মের আইফোন ১৬ প্রো-এর তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি ক্ষমতাসম্পন্ন। যেখানে ১৬ প্রো-তে ভিডিও স্ট্রিমিং মিলত ২৪ ঘণ্টা এবং ভিডিও প্লেব্যাক ২৭ ঘণ্টা পর্যন্ত, সেখানে নতুন প্রো মডেল অফার করছে সর্বোচ্চ ৩০ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং এবং ৩৩ ঘণ্টা ভিডিও প্লেব্যাক।

সবশেষে, আইফোন ১৭ প্রো ম্যাক্স এসেছে লাইনআপের মধ্যে সবচেয়ে বড় ৫,০৮৮ এমএএইচ ব্যাটারি সহ। এটি আইফোন ১৬ প্রো ম্যাক্সের চেয়ে প্রায় ৯ শতাংশ বড় ব্যাটারি। নতুন প্রো ম্যাক্স একবার চার্জে টানা ৩৯ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং এবং ৩৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। তুলনায়, আইফোন ১৬ প্রো ম্যাক্স অফার করত ৩৩ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং ও ২৯ ঘণ্টা ভিডিও প্লেব্যাক।

আরও পড়ুন- অত্যাধুনিক ফিচারের সঙ্গে পেয়ে যান সেরা ডিজাইন, Apple Airpods-এ কী কী বড় চমক?

iPhone 17 series