/indian-express-bangla/media/media_files/2025/09/10/iphone-air-2025-09-10-11-14-07.jpg)
IPhone air: অ্যাপলের নতুন প্রোডাক্ট।
IPhone air: Apple মঙ্গলবারই তার 'Awe-Dropping' ইভেন্টে নতুন AirPods Pro 3 আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। এবার এই প্রিমিয়াম TWS ইয়ারবাড শুধু সংগীত শোনার যন্ত্রই নয়— এটি একটি স্মার্ট হেলথ এবং কমিউনিকেশন ডিভাইসও। ভারতে এই ইয়ারবাডের দাম ঠিক হয়েছে ২৫,৯০০ টাকা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এর বিক্রি শুরু হবে।
ANC (Active Noise Cancellation)
১. Apple দাবি করছে, নতুন এই ডিভাইসের ANC 'বিশ্বের সেরা', যা পুরোনো মডেলের থেকে প্রায় ৪ গুণ (বা অন্য রিপোর্ট অনুযায়ী ২ গুণ) উন্নত। ফোম-ইনফিউজড ইয়ার-টিপস এবং ১০,০০০ ইয়ার স্ক্যানে ভিত্তিহীন ফিটিং ডিজাইন এটিকে এরকম করে তুলেছে।
আরও পড়ুন- অপেক্ষার অবসান, লঞ্চ হল iphone 17 সিরিজ, কী কী বড় চমক? দাম কত? কবে থেকে প্রি অর্ডার?
২. হার্ট-রেট সেন্সর এবং ফিটনেস ট্র্যাকিং রয়েছে Apple-এর এখন পর্যন্ত সবচেয়ে ছোট PPG হার্ট-রেট সেন্সর, যা রিয়েল-টাইম হার্ট-রেট এবং ক্যালোরি বার্ন ট্র্যাক করে—আর 'Workout Buddy' নামের ফিচারের মাধ্যমে Fitness App-এ সরাসরি ডেটা দেখা যায়। ৫০টির বেশি ওয়ার্কআউট টাইপ সাপোর্টও রয়েছে অ্যাপলের এই ডিভাইসে।
আরও পড়ুন- iPhone 17 Series লঞ্চের আগেই ফাঁস ব্যাটারি, দাম এবং ক্যামেরা আপডেট! থাকছে বড় চমক
৩. লাইভ ট্রান্সলেশনের সুবিধাও রয়েছে। Apple Intelligence-এর মাধ্যমে, AirPods Pro 3 এখন রিয়েল-টাইমে ভাষার অনুবাদ করে শুনিয়ে দিবে। এটি আপনার iPhone-এ টেক্সট দেখাবে বা শোনাবে, আপনার কথা অনুবাদও হবে।
আরও পড়ুন- এমাসেই বাজারে নতুন Oppo F31 সিরিজ, থাকছে 7000mAh ব্যাটারি, IP রেটিং!
৪. দীর্ঘ ব্যাটারি লাইফ এই ডিভাইসের অন্যতম বৈশিষ্ট্য। এর একবার চার্জের সঙ্গে ANC চালু থাকলে প্রায় ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে, আর Transparency মোডে (যার মাধ্যমে আপনি বাইরের শব্দ শুনতে পাবেন, তার সময়সীমা দাঁড়াবে প্রায় ১০ ঘণ্টা।
আরও পড়ুন- Apple Event-এ কী কী চমক? কখন কোথায় দেখবেন Live?
৫. টেকসই ও আরামদায়ক ডিজাইনের এই ডিভাইসকে IP57 রেটিং দেওয়া হয়েছে। যার মানে জল, ঘাম এবং ধুলো থেকে সুরক্ষা
মিলবে। পাঁচটি ভিন্ন আকারের ইয়ার-টিপ (XXS থেকে L) থাকায় ফিটিং অনেক উন্নত হবে।
৬. অন্যান্য দুর্দান্ত প্রযুক্তিগত ফিচারসও রয়েছে অ্যাপলের এই ডিভাইসে। রয়েছে MagSafe Charging Case (USB-C), যার মধ্যে লানিয়ার্ড লুপ ও Find My-এর মাধ্যমে স্পিকারের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে Personalised Spatial Audio, Adaptive Audio, Loud Sound Reduction—যদিও Lossless Audio পাওয়া যাবে না। প্রতিটা ইয়ারফোনের ওজন প্রায় ওজন প্রায় ৫.৫৫ গ্রাম।