/indian-express-bangla/media/media_files/2025/09/05/iphone-17-2025-09-05-15-49-48.jpg)
সামনে এল চাঞ্চল্যকর তথ্য, কত দামে লঞ্চ হবে iphone 17? বিরাট আপডেটে তোলপাড়
iPhone 17 Series: অ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর ভারতের পাশাপাশি বিশ্ব বাজারে আইফোন ১৭ সিরিজ লঞ্চ করতে চলেছে। এই ইভেন্টে একসঙ্গে লঞ্চ হবে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। গত বছরের iPhone 16 সিরিজের তুলনায় এবারের মডেলগুলিতে বড়সড় আপগ্রেড আনা হয়েছে। লঞ্চের আগেই নতুন আইফোন সিরিজের সম্ভাব্য দাম ফাঁস হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, iPhone 17 এবং iPhone 17 Pro আগের মডেলের তুলনায় প্রায় ৪,৪০০ টাকা বেশি দামে লঞ্চ হতে পারে। ভারতে iPhone 17 সিরিজের শুরু হতে পারে প্রায় ৮৪,৯০০ টাকা থেকে, যেখানে গতবার iPhone 16-এর দাম শুরু হয়েছিল ৭৯,৯০০ টাকায়।
এছাড়াও জানা গিয়েছে, iPhone 17 Pro সিরিজের বেস ভ্যারিয়েন্টে আর ১২৮GB স্টোরেজ দেওয়া হবে না। পরিবর্তে, এবার ২৫৬GB ভ্যারিয়েন্ট থেকে শুরু হবে Pro সিরিজ। এ কারণে দাম আরও বাড়তে পারে। তবে সাধারণ iPhone 17 মডেলে ১২৮GB ভ্যারিয়েন্ট থাকছে।
সম্ভাব্য দাম (ভারতীয় বাজারে):
iPhone 17 (128GB): ৮৪,৯০০ টাকা
iPhone 17 Pro (256GB): ১,২৪,৯০০ টাকা
iPhone 17 Pro Max (256GB): ১,৬৪,৯০০ টাকা
এবার কোম্পানি iPhone Plus মডেল আনছে না। তার বদলে লঞ্চ হবে একেবারে নতুন iPhone 17 Air, যা অ্যাপলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন হতে চলেছে। এই ফোনকে টক্কর দিতে পারে স্যামসাংয়ের Galaxy S25 Edge।