Samsung Galaxy S25: iPhone 17 সিরিজ লঞ্চের আগে খেলা ঘোরালো Samsung, প্রিমিয়াম অভিজ্ঞতা পান বাজেট সেগমেন্টে

Samsung Galaxy S25 Price And Feature: নতুন গ্যালাক্সি S25 FE-তে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও Vision Booster প্রযুক্তি।

Samsung Galaxy S25 Price And Feature: নতুন গ্যালাক্সি S25 FE-তে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও Vision Booster প্রযুক্তি।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Samsung Galaxy S25 FE Launch:

অবশেষে বাজারে এল বহু প্রতীক্ষিত Samsung Galaxy S25 FE

Samsung Galaxy S25 Price And Feature: অবশেষে বাজারে এল বহু প্রতীক্ষিত Samsung Galaxy S25 FE। নতুন গ্যালাক্সি S25 FE-তে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও Vision Booster প্রযুক্তি। এতে ব্যবহার করা হয়েছে Exynos 2400 চিপসেট, যার সঙ্গে সর্বোচ্চ ৮GB RAM ও 512GB স্টোরেজ। ক্যামেরা সেগমেন্টে থাকছে 50MP ওয়াইড সেন্সর (OIS সহ), 12MP আল্ট্রা-ওয়াইড, 8MP টেলিফটো (3x অপটিক্যাল জুম) এবং 12MP সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে রয়েছে 4,900mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট , ওয়্যারলেস চার্জিং ও Wireless PowerShare সাপোর্ট করে। ফোনটিতে থাকছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, Android 16 বেসড One UI 8, 5G ও Wi-Fi 6E সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি S25 FE-ফোনটি পাওয়া যাবে চারটি  রঙে— Icy Blue, Jet Black, Navy ও White। স্যামসাং গ্যালাক্সি S25 FE-তে যুক্ত হয়েছে একাধিক উন্নত AI ফিচার—Circle to Search with Google, Live Translate, Generative Edit, Chat Assist  স্যামসাংয়ের দাবি, ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা এবার আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে S25 FE-তে।

Advertisment

আরও পড়ুন- পুজোর আগে বড় চমক! ভারতের বাজারে লঞ্চ হল দ্রুততম স্কুটার, নজরকাড়া দামের সঙ্গে পান অবাক করা বৈশিষ্ট্য

ভারতসহ গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 FE। এই লঞ্চের সঙ্গে স্যামসাং গত বছর উন্মোচিত হল Galaxy S24 FE মডেলের দামে বড়সড় কাটছাঁট করেছে। ফলে এখন গ্রাহকরা এই ফোনটি আগের থেকে প্রায় ২৪,০০০ টাকা সস্তায় কিনতে পারবেন। এর সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধাও। নতুন গ্যালাক্সি S25 FE-এর বেশিরভাগ ফিচার গত বছরের মডেল Galaxy S24 FE-এর মতোই। ফলে কম দামে নতুন মডেলের আধুনিক ফিচারস ব্যবহার করার সুযোগ পাবেন ক্রেতারা।

Advertisment

আরও পড়ুন-দীর্ঘ প্রতীক্ষার অবসান! পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার, না জানলে এখুনি পড়ুন এই প্রতিবেদন

স্যামসাং গ্যালাক্সি S24 FE-এর নতুন দাম
স্যামসাং গ্যালাক্সি S24 FE-এর প্রথম লঞ্চ প্রাইস ছিল 59,999 টাকা । বর্তমানে ফ্লিপকার্টে ফোনটি প্রায় 20,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখন এর দাম নেমে এসেছে 39,999-এ। এর পাশাপাশি রয়েছে 4,000 টাকার ব্যাংক ডিসকাউন্ট। অ্যাক্সিস ব্যাংকের কার্ড ব্যবহার করে কিনলে ফোনটির দাম আরও কমে 35,999 টাকা পড়বে। ফোনটিতে সর্বোচ্চ 8GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি S24 FE-এর স্পেসিফিকেশন
ফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট ও ভিশন বুস্টার প্রযুক্তি সমর্থন করে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 2400e চিপসেট, সঙ্গে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে রয়েছে  4,700mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলে Android 14 বেসড OneUI 6-এ। পাশাপাশি ফোনটিতে রয়েছে IP68 রেটিং, ফলে এটি জল ও ধুলোর হাত থেকে মিলবে সুরক্ষা। স্যামসাং গ্যালাক্সি S24 FE-এর ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ— 50MP মেইন সেন্সর (OIS সহ), 12MP আল্ট্রা-ওয়াইড এবং 8MP টেলিফটো লেন্স। সামনে থাকছে 10MP সেলফি ক্যামেরা। সব মিলিয়ে, দামের দিক থেকে বড়সড় কাটছাঁটের পর Galaxy S24 FE এখন অনেক বেশি সাশ্রয়ী, আর নতুন S25 FE মডেল নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

আরও পড়ুন-কলকাতাবাসীর জন্য বিরাট সুখবর, আগামীকালই আসতে চলেছে বড় ধামাকা

Samsung Galaxy S25 FE samsung