/indian-express-bangla/media/media_files/2025/05/08/2ZnNwZS3Rse5JXKLmV1Q.jpg)
গরমে এবার 'উপহারের ডালি' নিয়ে হাজির মুকেশ আম্বানি! 'দারুণ' অফারে অর্ধেক দামে কিনুন হচ্ছে নতুন এসি
AC Offer On jio Mart: গরমে এবার উপহারের ডালি নিয়ে হাজির মুকেশ আম্বানি! 'দারুণ' অফারে অর্ধেক বিক্রি হচ্ছে নতুন এসি
এই গ্রীষ্মে মুকেশ আম্বানি আপনার জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার। আপনিও যদি গরমে নতুন একটি এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। নতুন এসি কিনতে তেখন আর হাজার হাজার টাকা খরচের প্রয়োজন নেই। আসুন আমরা আজকের এই প্রতিবেদনে জেনে নি মুকেশ আম্বানির কোন কোম্পানি সবচেয়ে সস্তার এসি বিক্রি করছে? নতুন এসি কিনতে তাড়াহুড়ো করবেন না এবং ডিলগুলি ভালো করে দেখে শুনে বুঝে তবেই কিনুন।
এসি কেনার প্ল্যানিং করছেন? হাজার হাজার টাকার 'হিডেন কস্ট' সম্পর্কে জানেন তো?
অ্যামাজন গ্রেট সামার সেল এবং ফ্লিপকার্ট সেলে, নতুন এয়ার কন্ডিশনারের উপর মিলছে দেদার ছাড়। অন্যদিকে এখন মুকেশ আম্বানির কোম্পানি জিওমার্টও নেমে পড়েছে প্রতিযোগিতার আসরে। যদি আপনি Amazon বা Flipkart-এ কোনও এসির উপর সেভাবে কোন ডিল না পান, তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি JioMart-এ একেবারে জলের দামে পাবেন ব্র্যান্ড নিউ এসি।
এলজি স্প্লিট এসিতে বিরাট ছাড়
JioMart-এ পাওয়া ১.৫ টন ৩ স্টার স্প্লিট এসিতে রয়েছে ৪৩% ছাড়। ছাড়ের পর আপনি মাত্র ৩৬,৯৯০ টাকায় কিনতে পারবেন নামি-দামি কোম্পানির ১.৫টন থ্রি স্টার এসি। এই এসির ফিচারের বিষয়ে বলতে গেলে এতে আপনি পাবেন ৪টি স্টেজ অ্যাডজাস্টেবল মোড এবং ৫২ ডিগ্রিতে পাবেন দুর্দান্ত কুলিং। অপর দিকে এলজি স্প্লিট এসির উপরও থাকছে বিরাট ছাড়। এই ১.৫ টনের ৩ স্টার এসি ৫২ ডিগ্রি তাপেও আপনাকে দুর্দান্ত শীতলতা প্রদান করবে, এই এসিটি ৫৪% ছাড়ের পরে ৪২,৯৯০ টাকায় JioMart-এ বিক্রি হচ্ছে। বৈশিষ্ট্যগুলির কথা বলতে গেলে, এই এসিটিতে ডুয়াল ইনভার্টার কম্প্রেসার রয়েছে।
মুহূর্তে কমান বাড়ির বিদ্যুৎ বিল, ঝটপট জানুন এই সিক্রেট পদ্ধতি
ব্লুস্টার উইন্ডো এসি: এই ১.৫ টনের ৫ স্টার এসি, যা ৫ ইন ১ কনভার্টেবল কুলিং মোড সহ আসে, ২০ শতাংশ ছাড়ের পরে জিওমার্টে ৩৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এই এসি ৫২ ডিগ্রি তাপে শীতলতা দিতে সক্ষম। এছাড়াও, এই এসিতে টার্বো কুলিং এর সুবিধাও পাওয়া যায়। JioMart-এ বিক্রি হওয়া এসির উপর প্রোডাক্ট ডিসকাউন্ট ছাড়াও, যদি আপনি অতিরিক্ত অর্থ সাশ্রয় করতে চান, তাহলে আপনি ব্যাংক কার্ড অফারের সুবিধা গ্রহণ করে প্রচুর অর্থ সাশ্রয় করতে পারেন।