Iran Israel conflict: ইরান-ইজরায়েল ভয়ঙ্কর সংঘাত, তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে বিশ্ব? কোন কোন দেশ সবথেকে বেশি নিরাপদ?

Iran Israel conflict: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। পারমাণবিক হুমকি ও পরস্পরকে ধ্বংস করার হুঁশিয়ারিতে কাঁপছে আন্তর্জাতিক মহল।

Iran Israel conflict: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। পারমাণবিক হুমকি ও পরস্পরকে ধ্বংস করার হুঁশিয়ারিতে কাঁপছে আন্তর্জাতিক মহল।

author-image
IE Bangla Tech Desk
New Update
iran-israel-conflict

ইরান-ইজরায়েল ভয়ঙ্কর সংঘাত, তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে বিশ্ব?

Iran Israel conflict:  তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে বিশ্ব? ইরান-ইজরায়েল সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। পারমাণবিক হুমকি ও পরস্পরকে ধ্বংস করার হুঁশিয়ারিতে কাঁপছে আন্তর্জাতিক মহল। প্রশ্ন উঠছে—এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে বিশ্বজুড়ে?

Advertisment

গত কিছুদিনে ইজরায়েলের আক্রমণের পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আগ্রাসী মনোভাব নিয়েছে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু শক্তির প্রশ্ন, এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ইজরায়েলের প্রতি নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, “ইরানের সব পারমাণবিক কেন্দ্রগুলি  ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান থামবে না।”

রাশিয়ার হুঁশিয়ারি: "তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে"
ইজরায়েলের সাম্প্রতিক অভিযানের পর রাশিয়ার শীর্ষ সেনা জেনারেল আলাউদিনভ বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, যুদ্ধের জন্য ১০ লক্ষ সেনা প্রস্তুত রাখতে হবে। এই পরিস্থিতিতে রাশিয়া, চিন, উত্তর কোরিয়া সহ একাধিক দেশ এই যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অবস্থান জোরালো করছে।

Advertisment

কোথা থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ?
বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধের সূচনা হতে পারে পশ্চিম এশিয়া থেকে। একদিকে থাকবে আমেরিকা, ন্যাটো, ইউরোপীয় দেশগুলি, অপরদিকে রাশিয়া, চিন, ইরান এবং আরব রাষ্ট্রগুলির জোট। যদি এই সংঘাত বাড়ে, তা হলে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।

কোন দেশগুলি তুলনামূলকভাবে নিরাপদ? 
বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যেও কিছু দেশ আছে যেগুলি তুলনামূলকভাবে নিরাপদ 

সুইজারল্যান্ড – নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ নীতির জন্য পরিচিত

কানাডা – বিশাল ভৌগোলিক সীমানা ও কম জনসংখ্যা

নিউজিল্যান্ড – রাজনৈতিক নিরপেক্ষতা ও ভূ-অবস্থান

 আইসল্যান্ড – সংঘাত থেকে দূরে একটি ছোট দ্বীপরাষ্ট্র

সুইডেন – উন্নত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা

ফিনল্যান্ড – কৌশলগত নিরাপত্তায় জোর

 ভুটান – হিমালয়ের কোলে শান্তিপূর্ণ একটি দেশ

বিশ্ব রাজনীতির উত্তাপ ক্রমশ বাড়ছে। ইরান-ইসরায়েল সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা কেবল অঞ্চলগত নয়, এক বৈশ্বিক যুদ্ধের আকার নিতে পারে। আন্তর্জাতিক কূটনীতি, শান্তিপ্রক্রিয়া ও পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে হাঁটাই হতে পারে একমাত্র সমাধান।

Iran Israel Israel-Iran conflict