/indian-express-bangla/media/media_files/2025/06/18/trump-mobile-t1-launch-9465fcae.jpg)
১ হাজার টাকার 'Made in USA' ফোন
Trump Mobile vs iPhone 16:স্মার্টফোনের দুনিয়ায় বিস্ফোরণ! বিশ্ব বাজারে লঞ্চ ডোনাল্ড ট্রাম্পের নতুন T1 স্মার্টফোন। সরাসরি অ্যাপেলের সঙ্গে প্রতিযোগিতা? এদিকে নয়া এই স্মার্ট ফোন লঞ্চ হতেই শুরু হয়েছে বিতর্কও। বিশেষজ্ঞরা দাবি করছেন, ফোনটিতে 'Made in USA' লেখা থাকলেও ফোনটি চিনে তৈরি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রযুক্তি দুনিয়ায় পা রাখলেন। ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্প্রতি 'Trump Mobile T1' নামে একটি স্মার্টফোন এবং নতুন 5G মোবাইল সার্ভিস লঞ্চ করা হয়েছে। দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৪১,০০০ টাকা)। যদিও ফোনের উপর স্পষ্ট করে লেখা ‘Made in USA’, কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে চিনে তৈরি।
বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো ও কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহৎ ফোন উৎপাদনের পরিকাঠামো নেই। ফলে, বাস্তবে এই ফোন চিনে ODM (Original Device Manufacturer) কোম্পানির মাধ্যমে ডিজাইন ও উৎপাদিত হওয়ার সম্ভাবনাই বেশি।
🚨 JUST IN: The Trump Organization has launched "Trump Mobile," a new U.S.-made phone service, introducing American-manufactured devices to the market, get more from your wireless service.
— John F. Kennedy Jr (@Real_JFK_Jr_) June 17, 2025
If you one to get one free follow , repost and drop ❤️ pic.twitter.com/IONcSAP84Q
Trump T1 ফোনের স্পেসিফিকেশন:
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চির AMOLED স্ক্রিন, ১২০Hz রিফ্রেশ রেট
প্রসেসর: অজানা (Qualcomm না MediaTek স্পষ্ট নয়)
ক্যামেরা: ৫০MP প্রাইমারি + ২MP ডেপথ + ২MP ম্যাক্রো | ১৬MP ফ্রন্ট ক্যামেরা
RAM/Storage: ১২GB RAM, ২৫৬GB স্টোরেজ
ব্যাটারি: ৫০০০mAh, ফাস্ট চার্জিং
অপারেটিং সিস্টেম: Android 15
সিকিউরিটি: AI ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
The 47 Plan' - ট্রাম্প মোবাইল সার্ভিস:
দাম: $47.45/মাস (প্রায় ৪,০৮০ টাকা)
অফার: আনলিমিটেড কল, ডেটা, টেক্সট, ফ্রি ইন্টারন্যাশনাল কল (১০০+ দেশে), টেলিহেলথ সাপোর্ট
ইন্টারন্যাশনাল কল ফ্রি হবে মূলত সেই সব দেশে যেখানে 'US মিলিটারি' বেস আছে।
বিশেষজ্ঞরা দাবি করেছেন, অ্যাপল আইফোনের সাথে প্রতিযোগিতা করার জন্যই নয়া এই স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বৈশিষ্ট্যের দিক থেকে কোন ফোনটি বেশি শক্তিশালী?
ট্রাম্প মোবাইল টি১ বনাম আইফোন ১৬
প্রসেসর: ট্রাম্প মোবাইল, কোয়ালকম বা মিডিয়াটেক-এ কোন কোম্পানির প্রসেসর ইনস্টল করা আছে তা প্রকাশ করা হয়নি। তবে আইফোন ১৬-তে রয়েছে A18 বায়োনিক প্রসেসর রয়েছে। অ্যাপলের এই আইফোনটি পারফরম্যান্সের দিক থেকে বাজারের ৫০ থেকে ৬০ হাজার দামের মধ্যে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনকে হার মানাতে পারে।
ডিসপ্লে:ট্রাম্প মোবাইলে ৬.৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, বর্তমানে এই ফোনে কত নিট পিক ব্রাইটনেস সাপোর্ট আছে তা জানা যায়নি। অন্যদিকে, আইফোন ১৬-তে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে,পাশাপাশি রয়েছে ২০০০ নিট পিক ব্রাইটনেস।
ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এই ট্রাম্প মোবাইলটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ২ মেগাপিক্সেল ডেপথ এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে। একই সাথে, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আইফোন ১৬ তে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি এবং ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে।
ট্রাম্প মোবাইল বনাম আইফোন ১৬ এর দাম
ট্রাম্প মোবাইলের দাম নির্ধারণ করা হয়েছে $499 (প্রায় 42,911 টাকা)। অন্যদিকে, আমেরিকায়, আপনি iPhone 16 এর 128 GB বেস ভেরিয়েন্টটি $799 (প্রায় 68,915 টাকা) তে পাবেন।