Advertisment

IRCTC Website Down: IRCTC ডাউন, টিকিট বুকিংয়ে সমস্যা? কীভাবে কনফার্ম করবেন ট্রেনের টিকিট?

IRCTC Website Down: ভারতে প্রতিদিন লাখো মানুষ ট্রেনে ভ্রমণ করেন। ট্রেন যাত্রীরা বেশিরভাগই স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণে্র সময় রিজার্ভেশনে যাতায়াত করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এর ফলে নিশ্চিত আসনের পাশাপাশি আরামে যাত্রা উপভোগ করা সম্ভব

author-image
IE Bangla Tech Desk
New Update
super aap Train

IRCTC ডাউন, টিকিট বুকিংয়ে সমস্যা? জানুন সহজেই কীভাবে কনফার্ম করবেন ট্রেনের টিকিট?

IRCTC Website Down: IRCTC ওয়েবসাইট ডাউন, টিকিট বুকিংয়ে সমস্যা?  জানুন সহজেই কীভাবে কনফার্ম করবেন ট্রেনের টিকিট?

Advertisment

ভারতে প্রতিদিন লাখো মানুষ ট্রেনে ভ্রমণ করেন। ট্রেন যাত্রীরা বেশিরভাগই স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণে্র সময় রিজার্ভেশনে যাতায়াত করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এর ফলে নিশ্চিত আসনের পাশাপাশি আরামে যাত্রা উপভোগ করা সম্ভব। ভারতীয় রেলওয়ে রিজার্ভেশনের জন্য যাত্রীদের কাছে দুটি বিকল্প প্রদান করে। অফলাইনে যেটি আপনি সরাসরি রেলওয়ে কাউন্টারে গিয়ে করতে পারবেন।

দ্বিতীয়টি অনলাইন যেটি আপনি IRCTC ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে করতে পারেন। কিন্তু গত কয়েকদিনে বেশ কয়েকবার টিকিট বুকিংয়ের সময়  দেখা গিয়েছে IRCTC সাইটটি। অ্যাপটি ডাউন ফলে বিপাকে পড়েছেন লাখ লাখ যাত্রীরা। আজকের এই প্রতিবেদনে আসুন জেনে নেওয়া যাক আইআরসিটিসি ছাড়া আর কীভাবে আপনি আপনার ট্রেনের টিকিট বুক করতে পারবেন খুব সহজেই। 

আপনি ConfirmTkt অ্যাপ থেকে বুকিং করতে পারবেন।যদি IRCTC ওয়েবসাইট ডাউন থাকে। তাহলে যাত্রীদের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে   অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এর বাইরেও, যাত্রীদের কাছে দুর্দান্ত বিকল্প বিকল্পও রয়েছে। যাত্রীরা ConfirmTkt অ্যাপের মাধ্যমেও টিকিট বুক করতে পারবেন।

Advertisment

এই অ্যাপটি ব্যবহার করে, আপনি খুব সহজেই টিকিট বুক করতে পারবেন। তৎকাল টিকিটও এই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে।

আপনি এই বিকল্পগুলিও চেষ্টা করে দেখতে পারেন
যদি IRCTC অ্যাপ বা ওয়েব সাইটে সমস্যা থাকে তাহলে আপনার কাছে আরও অনেক বিকল্প আছে। যার মধ্যে একটি বিকল্প হল Ixigo অ্যাপের মাধ্যমে বুকিং করা। ixigo অ্যাপ আপনাকে কেবল ট্রেন সম্পর্কে তথ্য প্রদানই করেনা বরং এই অ্যাপের মাধ্যমে আপনি ট্রেনের টিকিট বুকও করতে পারবেন।

তাই  খুব সহজেই আপনার ট্রেন ট্র্যাক করতে পারেন। এর পাশাপাশি, আপনি Paytm অ্যাপও ব্যবহার করতে পারেন। সেখানেও টিকিট বুক করার সুবিধা পাবেন। MakeMyTrip-এর মতো অন্যান্য একাধিক অ্যাপও এখন টিকিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে।  

IRCTC
Advertisment