Advertisment

ISRO 100 launch mission: ISRO-র মুকুটে সাফল্যের নয়া পালক, শততম সফল উৎক্ষেপণ, মহাকাশে সেঞ্চুরি হাঁকাল ভারত

ISRO 100 Launch Mission News: প্রসঙ্গত, ১৯৭৯ সালের ১০ আগস্ট শ্রীহরিকোটা থেকে প্রথম SLV-3 রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। যদিও প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি বঙ্গোপসাগরে ভেঙে পড়ে। সেই ঘটনার পর ৪৬ বছর অতিক্রান্ত। প্রথম অভিযানে ব্যর্থতার পরও এত বছরে বহু সাফল্য অর্জন করেছে ইসরো।

author-image
IE Bangla Tech Desk
New Update
ISRO 100 launch mission: শততম উৎক্ষেপণের নজির গড়ল ইসরো

ISRO 100 launch mission: শততম উৎক্ষেপণের নজির গড়ল ইসরো Photograph: (ISRO)

ISRO 100 Launch Mission: ২০২৫ সালে নতুন বছরের গোড়াতেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO-র মুকুটে সাফল্যের নয়া পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়ল ইসরো। 

Advertisment

জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV-F15) NVS-02 স্যাটেলাইটের সঙ্গে উত্তোলন করা হয়েছে, যা ভারতের নেভিগেশন সিস্টেমের ক্রমবর্ধমান নেটওয়ার্কের অংশ। এই উৎক্ষেপণের মাধ্যমে, ইসরো ১২০ টন ওজনের ৫৪৮টি উপগ্রহ কক্ষপথে স্থাপন করেছে। এর মধ্যে ২৩ টন ওজনের ৪৩৩টি স্যাটেলাইট বিশ্বের অন্য দেশগুলির।

ইসরোর নয়া চেয়ারম্যান ড. ভি নারায়ণনের নেতৃত্বে এটিই প্রথম লঞ্চ। ঐতিহাসিক লঞ্চের পর, তিনি বিক্রম সারাভাই, সতীশ ধাওয়ান এবং এ পি জে আবদুল কালামের মতো মহানদের স্মরণ করেন। তিনি বলেছেন: "ইসরো নেতাদের বর্তমান প্রজন্মের পক্ষ থেকে, আমি সমস্ত পূর্ববর্তী প্রজন্মের নেতাদের, অতীত এবং বর্তমান কর্মচারীদের এবং আমাদের পরিবারের সদস্যদের অভিবাদন জানাই।"

তিনি ভারতের বড় বৈজ্ঞানিক মিশনগুলির কথাও স্মরণ করেছেন - তিনটি চন্দ্রযান মিশন, মার্স অরবিটার মিশন এবং আদিত্য-এল 1।

Advertisment

ইসরোকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং X-এ লিখেছেন: “এই রেকর্ড কৃতিত্বের ঐতিহাসিক মুহূর্তে মহাকাশ বিভাগের সঙ্গে যুক্ত হওয়া একটি বিশেষত্বের বিষয়। টিম #ISRO, আপনারা GSLV-F15/NVS-02 মিশনের সফল উৎক্ষেপণের মাধ্যমে আবারও ভারতকে গর্বিত করেছেন। বিক্রম সারাভাই, সতীশ ধাওয়ান এবং আরও কয়েকজনের একটি বিনীত শুরু থেকে, এটি একটি আশ্চর্যজনক যাত্রা ছিল।”

বুধবারের উৎক্ষেপণটি ছিল GSLV লঞ্চ ভেহিকলের ১৭তম ফ্লাইট, দেশীয়ভাবে উন্নত ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করে একাদশ ফ্লাইট। নটি বয় ডাকনামে পরিচিত এই লঞ্চ ভেহিকলটি আগে বেশ কয়েকটি মিশন মিস করে - এটি ভাল পারফর্ম করছে। যানটি ব্যবহার করে শেষ ব্যর্থ লঞ্চটি ছিল ২০২১ সালে যখন ভেহিকলের উপরের স্তরে একটি হাইড্রোজেন ট্যাঙ্কে নিম্নচাপের কারণে অ্যাবর্ট কমান্ড হয়েছিল। ভেহিকলটি ২০২৩ সালের মে মাসে NVS-01 চালু করেছিল।

আরও পড়ুন মহাকাশ থেকে মহাকুম্ভের ঐশ্বরিক দৃশ্য! চমৎকার মহিমার 'ঝলক' সামনে আনল ISRO

NVS-02 হল ভারতীয় আঞ্চলিক ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেমের (IRNSS) জন্য তৈরি উপগ্রহগুলির দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় উপগ্রহ, যেখানে একটি দেশীয় পারমাণবিক ঘড়ি রয়েছে। পারমাণবিক ঘড়ির ত্রুটির কারণে আগের প্রজন্মের কিছু স্যাটেলাইট লোকেশন ডেটা দেওয়া বন্ধ করে দিয়েছিল। একটি স্যাটেলাইট-ভিত্তিক পজিশনিং সিস্টেম বোর্ডে থাকা পারমাণবিক ঘড়িগুলি ব্যবহার করে এটি থেকে সিগন্যাল যেতে এবং পিছনে যেতে সময় নিখুঁতভাবে পরিমাপ করে বস্তুর অবস্থান নির্ধারণ করে।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ১০ আগস্ট শ্রীহরিকোটা থেকে প্রথম SLV-3 রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। যদিও প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি বঙ্গোপসাগরে ভেঙে পড়ে। সেই ঘটনার পর ৪৬ বছর অতিক্রান্ত। প্রথম অভিযানে ব্যর্থতার পরও এত বছরে বহু সাফল্য অর্জন করেছে ইসরো। চন্দ্রযান থেকে শুরু করে মঙ্গলযান, আদিত্য এল-১ লঞ্চ, গগনযানের প্রস্তুতি, আরও অনেক মিশন। এবার ইসরোর মুকুটে জুড়ল শততম মিশনের সাফল্য।

ISRO Satish Dhawan Space Center Space
Advertisment