/indian-express-bangla/media/media_files/2025/08/07/jio-news-2025-08-07-12-13-08.jpg)
সিম অ্যাকটিভেট রাখতে জিও নিয়ে এল সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নতুন একটি সাশ্রয়ী প্রিপেড প্ল্যান চালু করেছে, যার মূল্য মাত্র ১৮৯ টাকা। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, ২ জিবি ডেটা এবং ৩০০টি এসএমএস সুবিধা। প্ল্যানটির বৈধতা ২৮ দিন এবং এতে JioTV, JioCinema ও JioCloud-এর মতো অ্যাপ্লিকেশনগুলির বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। যারা কম খরচে নিজের সিম অ্যাকটিভ রাখতে চান বা সীমিত ব্যবহারের জন্য একটি বেসিক প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প।
জিওর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৮৯ টাকার এই প্ল্যানটি “সাশ্রয়ী মূল্যের” প্ল্যান হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে ২ জিবি ডেটা একবারেই দেওয়া হয় — অর্থাৎ এই প্ল্যানে কোনও দৈনিক ডেটার সুবিধা দেওয়া হয়না। নির্দিষ্ট ডেটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএসে নেমে আসে। তবে প্ল্যানে আনলিমিটেড কল ও এসএমএস সুবিধা অব্যাহত থাকে।
আরও পড়ুন- নিজের জন্য সেরার সেরা ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? বাজারে বিরাট দাপটে শীর্ষে কোন ব্র্যান্ড?
রিলায়েন্স জিও বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে ক্রমশ বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করছে। সংস্থাটি নিয়মিতভাবে এমন বাজেট-বান্ধব প্ল্যান আনছে, যা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ডেটা ও কলিং সুবিধা দেয়। ১৮৯ টাকার এই নতুন প্ল্যানটি বিশেষত সেই ব্যবহারকারীদের জন্য উপযোগী, যারা খুব কম খরচে ২৮ দিনের সংযোগ সক্রিয় রাখতে চান।
আরও পড়ুন- ৬৫ ইঞ্চি বড় স্ক্রিনে পান ভরপুর বিনোদনের বিরাট সম্ভার, সেরা পাঁচের নিরিখে এগিয়ে কে?
অন্যদিকে, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া (Vi)-এর মতো অন্যান্য টেলিকম সংস্থাগুলিও এই দামের পরিসরে অনুরূপ সাশ্রয়ী প্ল্যান অফার করছে। তবে জিওর ব্র্যান্ড পরিষেবা ও অতিরিক্ত অ্যাপ অ্যাক্সেসের কারণে এই প্ল্যানটি বাজারে বিশেষভাবে নজর কেড়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us