/indian-express-bangla/media/media_files/2025/08/24/jio-269-recharge-plan-2025-08-24-16-13-06.jpg)
জিওর এই সস্তা রিচার্জ প্ল্যানটি অসাধারণ
Jio: সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো জিও। এবার আলাদা খরচ ছাড়াই অনলাইনে গান শুনতে পারবেন বিজ্ঞাপন ছাড়াই। শুধু তাই নয়, মিলবে আনলিমিটেড ডাউনলোড ও অফলাইনে গান শোনার সুবিধাও।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ এখন আরও প্রাইভেট! মুহূর্তেই লক করুন পার্সোনাল চ্যাট! কীভাবে? জানুন এক ক্লিকেই
জিওর ২৬৯ টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গেই ব্যবহারকারীরা পাচ্ছেন এক্সক্লুসিভ JioSaavn Pro সাবস্ক্রিপশন। এর ফলে গান শোনার সময় আর কোনও বিজ্ঞাপন দেখতে হবে না। সঙ্গে থাকবে সীমাহীন ডাউনলোড ও হাই-কোয়ালিটি অডিও স্ট্রিমিংয়ের সুযোগ। অনলাইনের পাশাপাশি অফলাইনেও পছন্দের গান উপভোগ করা যাবে।
এই ২৬৯ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিন। অর্থাৎ প্রতিদিন মাত্র ১০ টাকারও কম খরচে মিলবে একাধিক সুবিধা। প্ল্যানে মোট ৪২ জিবি ডেটা পাওয়া যাবে, প্রতিদিন ১.৫ জিবি করে। এছাড়া রয়েছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা এবং JioSaavn Pro ছাড়াও JioTV, JioCinema ও JioCloud-এর সাবস্ক্রিপশন। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে 64kbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে।
আরও পড়ুন-ভয়ঙ্কর ক্রেডিট কার্ড জালিয়াতি, বুক কাঁপানো অপরাধ থেকে এই পাঁচ উপায়েই মিলবে সম্পুর্ণ সুরক্ষা
অর্থাৎ, যারা গান শুনতে ভালোবাসেন এবং প্রতিদিনের ডেটার সঙ্গে এন্টারটেনমেন্ট চান, তাদের জন্য জিওর এই রিচার্জ প্ল্যান নিঃসন্দেহে অন্যতম সেরা প্যাকেজ।