WhatsApp Featute: হোয়াটসঅ্যাপ এখন আরও প্রাইভেট! মুহূর্তেই লক করুন পার্সোনাল চ্যাট! কীভাবে? জানুন এক ক্লিকেই

WhatsApp Featute:: হোয়াটসঅ্যাপ চ্যাট লক বা আনলক করবেন কীভাবে? পাসকোড, ফেস আইডি বা গোপন কোড ব্যবহার করে সহজেই করুন। জানুন ধাপে ধাপে নির্দেশিকা।

WhatsApp Featute:: হোয়াটসঅ্যাপ চ্যাট লক বা আনলক করবেন কীভাবে? পাসকোড, ফেস আইডি বা গোপন কোড ব্যবহার করে সহজেই করুন। জানুন ধাপে ধাপে নির্দেশিকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
WhatsApp Chat

WhatsApp Chat: হোয়াটসঅ্যাপ চ্যাট।

WhatsApp Featute: হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা অফিসের কাজের মেসেজ, সবই চলে এই অ্যাপে। কিন্তু কিছু চ্যাট আমরা ব্যক্তিগত রাখতে চাই। সেখানেই কাজে আসে হোয়াটসঅ্যাপ চ্যাট লক (WhatsApp Chat Lock) ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট চ্যাটকে পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা গোপন কোড দিয়ে সুরক্ষিত রাখতে পারবেন।

চ্যাট লক কেন দরকার?

Advertisment

চ্যাট লক কেন দরকার? ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে, ফোন অন্য কারও হাতে গেলেও প্রাইভেসি বজায় রাখতে, অফিসের গুরুত্বপূর্ণ মেসেজ লুকিয়ে রাখতে, পরিবারের কেউ যেন কৌতূহলবশত না পড়ে সেটা নিশ্চিত করতেও চ্যাট লক দরকার।

আরও পড়ুন- এই ৪ রাশির ওপর সর্বদা থাকে গণেশের কৃপা, আপনি কি সেই দলে?

অনেকে জানেন না, লক করা চ্যাট কীভাবে আনলক করবেন। চলুন দেখে নিই। এজন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। চ্যাট তালিকা নীচের দিকে সোয়াইপ করুন। 'লকড চ্যাটস' ফোল্ডার দেখতে পাবেন (ছোট লক আইকন-সহ)। পাসকোড, ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট অথবা গোপন কোড লিখুন। এরপর ✅ সাইন দেখাবে। অমনি চ্যাট আনলক হয়ে যাবে। 

Advertisment

আরও পড়ুন- অল্প পরিশ্রমে বানান ইলিশের দুর্দান্ত রেসিপি, বাড়ির লোকজন খেয়ে হাত চাটবে!

হোয়াটসঅ্যাপ ওয়েবে একটু বাড়তি সিকিউরিটি আছে। প্রথমে আপনার ফোনে চ্যাট লকের জন্য একটি গোপন কোড সেট করতে হবে। তারপর সেই অনুযায়ী ওয়েবেও আনলক করতে পারবেন। যে কোনও চ্যাটে দীর্ঘক্ষণ চাপ দিয়ে রাখলেই 'লক' বা 'আনলক' অপশন পাবেন। অনেক বেশি লকড চ্যাট থাকলে→ সেটিংস > গোপনীয়তা > চ্যাট লক থেকে একসঙ্গে মুছে ফেলুন। চাইলে লকড চ্যাট ফোল্ডারকেই পুরোপুরি লুকিয়ে রাখতে পারেন। তখন এটি শুধু গোপন কোড দিয়েই অ্যাক্সেস করা যাবে।

আরও পড়ুন- Chandrayaan-3 থেকে Indian Space Station, জাতীয় মহাকাশ দিবসে ফিরে দেখা

আজকের দিনে প্রাইভেসি অনেক বড় বিষয়। হোয়াটসঅ্যাপ চ্যাট লক আসলে আপনার জন্য একটি ডিজিটাল সেফ ডিপোজিট বক্স দরকার। এর মাধ্যমে সারপ্রাইজ পার্টি প্ল্যানই হোক, অফিস প্রজেক্টের খসড়া হোক অথবা পরিবারের সঙ্গে ব্যক্তিগত কথাই হোক- সব কিছুই নিরাপদ থাকবে। আর আনলক করা? সেটা তো মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। 

আরও পড়ুন- চুল অকালে পেকেছে, সর্বত্র লজ্জায় পড়ছেন! এটা ব্যবহার করে ফল জানান

WhatsApp Chat Unlock ফিচারটি শুধুমাত্র সাধারণ কোনও সিকিউরিটিই নয়, এটি মানসিক শান্তিও দেয়। কারণ আপনি জানেন, আপনার ব্যক্তিগত চ্যাট সবসময় নিরাপদ থাকা উচিত।

Whatsapp unlock