/indian-express-bangla/media/media_files/2025/09/26/cats-2025-09-26-13-26-13.jpg)
জিও-এর নতুন ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যান, কোটি কোটি ব্যবহারকারীর “নো টেনশন”
পুজোর আগে রিলায়েন্স জিও-এর বিরাট চমক! ইউজারদের জন্য বড় সুখবর আনল জিও। দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি জিও সম্প্রতি এমন একটি রিচার্জ প্ল্যান চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন বারে বারে রিচার্জের ঝামেলা থেকে থাকতে পারবেন টেনশন ফ্রি । জিও পরিবারে বর্তমানে ৫০ কোটি ইউজার রয়েছেন এবং তাদের সুবিধার জন্য জিও বিভিন্ন ক্যাটাগরিতে রিচার্জ প্ল্যান অফার করে থাকে।
জিওর পোর্টফোলিওতে রয়েছে ২৮ দিন থেকে শুরু করে ৫৬, ৭০, ৭২, ৮৪, ৯০, ৯৮ দিন পর্যন্ত ছোট ও মাঝারি ভ্যালিডিটির প্ল্যান, পাশাপাশি ২০০ দিন এবং ৩৬৫ দিনের দীর্ঘমেয়াদি প্ল্যানও। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ৩৩৬ দিনের বিশেষ রিচার্জ প্ল্যান।
সাবধান! এই ৫টি জিনিস ভুলেও মাইক্রোওয়েভে রাখবেন না, মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ
জিওর এই বিশেষ ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যানের মধ্যে দুটি অপশন রয়েছে। প্রথমটি ১,৭৪৮ টাকার প্ল্যান, যা ১১ মাস বা ৩৩৬ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে ব্যবহারকারীরা পুরো সময়কাল ধরে সীমাহীন কলিং সুবিধা উপভোগ করতে পারবেন এবং পাশাপাশি এই প্ল্যানে পাবেন ৩,৬০০টি ফ্রি SMS পাবেন। উল্লেখ্য, এটি একটি ভয়েস-ওনলি প্ল্যান, তাই এই প্ল্যানে কোনো ডেটার সুবিধা নেই। এছাড়াও, ব্যবহারকারীরা জিও টিভি এবং জিও ক্লাউড স্টোরেজ-এর ফ্রি অ্যাক্সেস পাবেন।
দ্বিতীয়টি প্ল্যানটি ৮৯৫ টাকার প্ল্যান। যেটি জিও ফোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এই প্ল্যানেও ৩৩৬ দিনের জন্য সীমাহীন কলিংয়ের সুবিধা রয়েছে এবং প্রতি মাসে ৫০টি ফ্রি SMS পাবেন ইউজাররা। তবে স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যান কিনতে পারবেন না।
পুজোর আগে সেরা ৫ লেটেস্ট স্মার্টওয়াচ মন জুড়িয়ে দেবে, অবিশ্বাস্য দামে কেনার এটাই শেষ সুযোগ!
এই নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের মাধ্যমে জিও তার কোটি কোটি ব্যবহারকারীদের “নো টেনশন” অভিজ্ঞতা দিতে চলেছে এবং ব্যবহারকারীরা এবার বছরজুড়ে বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকবেন।