দিওয়ালিতে বিরাট 'বিস্ফোরণ'! গ্রাহকদের জন্য বড় ঘোষণা jio-এর

সংক্ষেপে, এই জিওর ৮৪ দিনের রিচার্জ প্ল্যানটি সেই ব্যবহারকারীদের জন্য দারুণ বিকল্প, যারা সাশ্রয়ী দামে দীর্ঘমেয়াদী বৈধতা, বেশি ডেটা এবং OTT সুবিধা একসাথে উপভোগ করতে চান।

সংক্ষেপে, এই জিওর ৮৪ দিনের রিচার্জ প্ল্যানটি সেই ব্যবহারকারীদের জন্য দারুণ বিকল্প, যারা সাশ্রয়ী দামে দীর্ঘমেয়াদী বৈধতা, বেশি ডেটা এবং OTT সুবিধা একসাথে উপভোগ করতে চান।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio-84-days-cheap-recharge-plan-with-unlimited-data-calling-ott-and-many-more-benefits

দিওয়ালিতে বিরাট 'বিস্ফোরণ'! গ্রাহকদের জন্য বড় ঘোষণা jio-এর

ডিজিটাল যুগে স্মার্ট ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। তবে রিচার্জ না থাকলে এটি শুধু একটি মৃত ডিভাইসে পরিণত হয়। রিচার্জ বা ইন্টারনেট ছাড়া গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণই থেকে যায়। বর্তমানে ভারতের বেশিরভাগ মানুষ দুটি সিম ব্যবহার করছেন, কিন্তু দুটো নম্বর একসঙ্গে অ্যাকটিভ রাখা ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠেছে।

Advertisment

আরও পড়ুন- দোকান থেকে রিচার্জে বড় ছাড়, জেনে নিন নতুন অফলাইন অফারের নিয়ম!

এই সমস্যার সমাধান নিয়ে এসেছে দেশের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি জিও। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে জিও তাদের রিচার্জ পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদি নতুন প্ল্যান যুক্ত করেছে। এই নতুন অফারগুলোর মাধ্যমে গ্রাহকরা একবার রিচার্জ করে কয়েক মাস ধরে মোবাইল সিম কার্ড অ্যাকটিভ রাখতে পারবেন। 

Advertisment

জিওর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান, যার দাম ১০২৯ টাকা, বিশেষভাবে সেই ব্যবহারকারীদের জন্য যারা কম খরচে দীর্ঘমেয়াদী সুবিধা চান। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন এবং এর মধ্যে ব্যবহারকারীরা সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিং এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS উপভোগ করতে পারবেন। ডেটার দিক থেকে এই প্ল্যানে মোট ১৬৮ জিবি হাই-স্পিড ডেটা প্রদান করা হবে, অর্থাৎ প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, যোগ্য গ্রাহকদের জন্য সীমাহীন ৫জি ডেটাও রয়েছে, যা প্ল্যানটিকে আরও আকর্ষণীয় করেছে।

আরও পড়ুন- গুগলের দিওয়ালি ধামাকা অফার, মাত্র ১১ টাকায় স্টোরেজের টেনশন থেকে চিরতরে মুক্তি

OTT সুবিধার দিক থেকে এই প্ল্যানটি বিশেষভাবে কার্যকর। ১০২৯ টাকার এই প্ল্যানের মাধ্যমে, গ্রাহকরা ৮৪ দিনের জন্য Amazon Prime Lite এবং ৩ মাসের জন্য JioHotstar-এর বিনামূল্য সাবস্ক্রিপশন পাবেন। সংক্ষেপে, এই জিওর ৮৪ দিনের রিচার্জ প্ল্যানটি সেই ব্যবহারকারীদের জন্য দারুণ বিকল্প, যারা সাশ্রয়ী দামে দীর্ঘমেয়াদী বৈধতা, বেশি ডেটা এবং OTT সুবিধা একসাথে উপভোগ করতে চান।

jio jiobook airtel vi jio