/indian-express-bangla/media/media_files/2025/10/15/jio-plan-offer-2025-10-15-19-30-05.jpg)
Jio Plan Offer: জিও রিচার্জের অফার।
Jio Plan Offer: রিলায়েন্স জিও আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন সারপ্রাইজ। এবার অনলাইনে নয়, বরং অফলাইনে রিচার্জ করলেই মিলবে সাশ্রয়। রিপোর্ট অনুযায়ী, জিও (Jio) তার ২৪৯ টাকার প্ল্যান অনলাইন থেকে সরিয়ে এখন শুধুমাত্র অফলাইন রিচার্জ চ্যানেলে রেখেছে। অর্থাৎ, আপনি যদি জিও স্টোর (Jio Store) বা নিকটবর্তী মোবাইল রিচার্জের দোকানে গিয়ে রিচার্জ করেন, তাহলে পাবেন ৫০টাকা পর্যন্ত ছাড়।
এই প্ল্যানের সুবিধাগুলি বেশ আকর্ষণীয়। প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড কলিং, JioTV, JioCinema, JioCloud-সহ সমস্ত Jio অ্যাপের ফ্রি অ্যাক্সেস আর ২৮ দিনের মেয়াদ। এই সুবিধাগুলি মূলত ২৯৯ টাকার অনলাইন প্ল্যানের মতই। তবে দাম কম। ফলে এখানে আপনি প্রায় ৫০ টাকা সাশ্রয় পাবেন।
আরও পড়ুন- ১ লাখি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি ৩৫ হাজারেই! অবিশ্বাস্য ছাড়ে বিরাট সঞ্চয়
অনলাইনে কেন দেখা যাচ্ছে না এই প্ল্যান?
টেলিকম টক ও অন্যান্য রিপোর্টে জানানো হয়েছে, জিও তাদের রিচার্জ পোর্টাল থেকে 'Daily 1GB' সেকশন সরিয়ে দিয়েছে। ফলে ইউজাররা সরাসরি এই প্ল্যান দেখতে পাচ্ছেন না। তবে যদি কেউ সার্চ বারে '২৪৯' বা '২০৯' লিখে সার্চ করেন, কিছু ক্ষেত্রে প্ল্যানটি দেখা যেতে পারে। অর্থাৎ, কোম্পানি এখন এই প্ল্যানটিকে 'অফলাইন এক্সক্লুসিভ অফার' হিসেবে রেখেছে।
আরও পড়ুন- জিওর দিওয়ালি ধমাকা! ৬০ দিনের জন্য বিনামূল্যে সুপার-ফাস্ট 5G ইন্টারনেট, কীভাবে পাবেন এই অফার?
Airtel ও Vi-এর অবস্থান
Airtel ২৪৯ টাকার প্ল্যান বন্ধ করেছে। এখন ২৯৯ টাকা থেকে শুরু। Vi (Vodafone Idea) এখনও ২৩৯ টাকায় 1GB/day প্ল্যান অফার করছে। ফলে দেখা যাচ্ছে, জিও (Jio) এখন তুলনামূলকভাবে গ্রাহক-বান্ধব অফার রাখছে। টেলিকম বিশেষজ্ঞদের মতে, কোম্পানিগুলি এখন তাদের ARPU (Average Revenue Per User) বাড়ানোর দিকে নজর দিচ্ছে। কম দামের প্ল্যান বাদ দিয়ে তারা ইউজারদের বড় ডেটা প্যাক বা প্রিমিয়াম প্ল্যানে নিয়ে যেতে চাইছে। এছাড়া ৫জি (5G) পরিষেবা শুরু হওয়ায় নেটওয়ার্ক খরচও বেড়েছে। তাই ২০২৬ সালের মধ্যে আরও অনেক সস্তা প্ল্যান বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুন- তুফানি গতির সঙ্গে দুর্দান্ত মাইলেজ, প্রিমিয়াম সিরিজ বাইক বাজারে জোর টক্কর TVS-এর
যদি আপনি Jio ব্যবহারকারী হন, তাহলে আজই নিকটবর্তী Jio Store বা মোবাইল দোকানে গিয়ে ২৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। রিচার্জের আগে অবশ্যই দোকানদার বা অফিসিয়াল সাইটে গিয়ে বর্তমান দাম ও সুবিধা যাচাই করুন।
আরও পড়ুন- আপনার পরিবারের জন্য কত লিটার গিজার উপযুক্ত? কেনার আগে বিভ্রান্তি দূর করুন
দাবিত্যাগ (Disclaimer)
এই তথ্য শুধুমাত্র পাঠকদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। রিচার্জের আগে কোম্পানির অফিসিয়াল সোর্সে যাচাই করা উচিত। কোনও মূল্য বা সুবিধার পরিবর্তনের দায় এই প্রতিবেদনের নয়।