/indian-express-bangla/media/media_files/2024/11/15/N06WD39pdMsk2WzM1e9y.jpg)
Jio তার কোটি কোটি ইউজারদের জন্য বাজারে অনেক সস্তার রিচার্জ প্ল্যান চালু করেছে।
Jio: কোটি কোটি ইউজারদের মুখের হাসি ফিরিয়ে আনল Jio! এখন বিনামূল্যে উপভোগ করুন JioCinema, Disney+ Hotstar!
Jio তার কোটি কোটি ইউজারদের জন্য বাজারে অনেক সস্তার রিচার্জ প্ল্যান চালু করেছে। সংস্থা তার রিচার্জ প্ল্যানগুলি সংশোধন করার পরে, এখন অনেকগুলি রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের OTT অ্যাপের অ্যাক্সেস দেওয়া শুরু করেছে jio। কোম্পানির এমনই একটা সস্তার রিচার্জ প্ল্যানে ইউজাররা পাচ্ছেন 84 দিনের বৈধতার সাথে JioCinema এবং Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন! তাও সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও এই প্ল্যানে ইউজাররা পাচ্ছেন ঢালাও বেনিফিট।
৯৪৯ টাকার প্ল্যান
Jio-এর এই রিচার্জ প্ল্যানটির দাম ৯৪৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ৮৪ দিনের বৈধতা। বিশেষ এই প্ল্যানে কোম্পানি তার ব্যবহারকারীদের সারা দেশে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধার পাশাপাশি Jio-এর এই প্ল্যানে অনেকগুলি ওটিটি অ্যাক্সেস করতে পারবেন। শুধু তাই নয়, এই প্ল্যানে ব্যবহারকারীরা দৈনিক 2GB ডেটা এবং 100টি বিনামূল্যের SMS এর সুবিধাও পাবেন। অর্থাৎ ব্যবহারকারীদের মোট 168GB হাই স্পিড ডেটার সুবিধা দেওয়া হবে।
সিস্টেমকে কাঁপিয়ে দিল BSNL, দুমাসে নতুন ৬৫ লাখ গ্রাহক
বিশেষ এই প্ল্যানে 5G স্মার্টফোন ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হবে। এটি Jio-এর একমাত্র প্ল্যান যাতে ব্যবহারকারীরা 3 মাসের জন্য Disney + Hotstar মোবাইলের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। একই সঙ্গে JioCinema অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে। তবে, এতে ব্যবহারকারীরা JioCinema-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন না।
স্মার্টফোনের বাজারে ভিভোর বড় 'বিস্ফোরণ'! রেডমি, Realme-এর রক্তচাপ বাড়িয়ে লঞ্চ হল vivo y18t
Jio-এর ১১ টাকার প্ল্যান
Jio সম্প্রতি ১১ টাকার একটি ছোট প্ল্যান লঞ্চ করেছে। এই ১১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা মোট 10GB হাই স্পিড ডেটার সুবিধা পাবেন। ব্যবহারকারীরা এই 10GB ডেটা শুধুমাত্র ১ ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন।