Advertisment

Vivo Y18T: স্মার্টফোনের বাজারে ভিভোর বড় 'বিস্ফোরণ'! রেডমি, Realme-এর রক্তচাপ বাড়িয়ে লঞ্চ হল vivo y18t

Vivo Y18T: রেডমি, Realme-এর রক্তচাপ বাড়িয়ে ভারতে লঞ্চ হল Vivo Y18T । ভিভোর এই ফোনটিতে রয়েছে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি। কোম্পানি মাত্র 10,000 টাকার কম দামে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Vivo Y18t

Vivo Y18t লঞ্চ

Vivo Y18T: স্মার্টফোনের বাজারে ভিভোর বড় 'বিস্ফোরণ', 5000mAh ব্যাটারি সহ সস্তার স্মার্টফোনে তোলপাড়!  

Advertisment

রেডমি, Realme-এর রক্তচাপ বাড়িয়ে ভারতে লঞ্চ হল Vivo Y18T । ভিভোর এই ফোনটিতে রয়েছে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি। কোম্পানি মাত্র 10,000 টাকার কম দামে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। Vivo ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি Y সিরিজের  অধীনে এই ফোন  লঞ্চ করেছে সংস্থা।

যে সকল ইউজার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের সন্ধান করছেন তাদের কথা মাথায় রেখেই Vivo এই স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি এই সস্তার স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে সামনে এনেছে – জেম গ্রিন এবং স্পেস ব্লু। Vivo Y18t-এ 5000mAh এর শক্তিশালী ব্যাটারি সহ অনেক দুর্দান্ত ফিচার্স রয়েছে।  জানিয়ে রাখি ফোনটির দাম মাত্র 10,000 টাকার কম।

ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং Vivo Store-থেকে Vivo Y18t-কিনতে পারবেন ক্রেতারা। এই Vivo ফোনটি শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানির 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র 9,499 টাকা। কোম্পানির অফিসিয়াল স্টোর ছাড়াও ফ্লিপকার্টেও এই ফোনের বিক্রি শুরু

বড় ধামাকা! ফের চমকে দেওয়া অফার BSNL-এর

Vivo Y18t এর ফিচার্স 
Vivo-এর এই সস্তা ফোনটিতেঁ রয়েছে IP54 রেটিং। ফোনটিতে একটি 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 720 x 1612 পিক্সেল। কোম্পানি এই ফোনে LCD ডিসপ্লে প্যানেল ব্যবহার করেছে, যাতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Vivo Y18t এর ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 840 নিট পর্যন্ত এবং এতে সাইড মাউন্ট করা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Vivo-এর এই 4G স্মার্টফোনটি Unisoc T612 প্রসেসরে কাজ করে সঙ্গে রয়েছে 4GB LPDDR4X RAM ।

গিজার চালানোর সময় ছোট এই বিষয় মাথায় রাখুন, হুহু করে কমবে বিদ্যুৎ বিল

ফোনটিতে একটি ভার্চুয়াল র‌্যাম এক্সপেনশন ফিচার রয়েছে, যার মাধ্যমে ফোনের র‌্যাম 8GB পর্যন্ত বাড়ানো যাবে।এই সস্তা ফোনটিতে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।Vivo Y18t এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP সেকেন্ডারি ক্যামেরা।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনটি Android 14-এর উপর ভিত্তি করে FuntouchOS 14-এ কাজ করে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 4G VoLTE, WiFi, Bluetooth 5.2, USB Type C এর মত ফিচার। ফোনটিতে 15W দ্রুত চার্জিং বৈশিষ্ট্য সহ 5,000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে।

vivo
Advertisment