Advertisment

Jio Value Plan: ডেটার জন্য আর লাগবে না টাকা! নয়া রিচার্জ প্ল্যানে বাজার কাঁপিয়ে দিল Jio

Jio New Recharge Plan: TRAI-এর আদেশের পরে, Jio এবং Airtel নতুন ভয়েস ওনলি রিচার্জ প্ল্যান চালু করেছে। এখন গ্রাহকদের ডেটার জন্য টাকা খরচ করতে হবে না যখন তাঁদের প্রয়োজন নেই। এতে বিপুল সংখ্যক ইউজার উপকৃত হবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio .

তোলপাড় ফেলা অফারে বাজার কাঁপিয়ে দিল Jio! Photograph: (ফাইল ছবি)

Jio New Voice and SMS-Only Prepaid Plans: টেলিকম নিয়ন্ত্রক TRAI-এর নির্দেশে, Jio এবং Airtel শুধুমাত্র ভয়েস প্ল্যান চালু করেছে। এই ধরনের পরিকল্পনা দুই কোম্পানির ওয়েবসাইটে রয়েছে, যা শুধুমাত্র কলিং এবং এসএমএস সুবিধা প্রদান করে। এই সিদ্ধান্তটি 2G ব্যবহারকারী-সহ সেই সমস্ত গ্রাহকদের জন্য বড় স্বস্তি দেবে, যাদের ডেটার প্রয়োজন নেই, কিন্তু এখনও পর্যন্ত তাঁদের রিচার্জ প্ল্যানে ডেটার মূল্য দিতে হচ্ছিল। দেশে এখনও কোটি কোটি মানুষ আছেম যাঁরা মোবাইলে ডেটা ব্যবহার করেন না।

Advertisment

গত মাসেই এই নির্দেশ দিয়েছে TRAI

টেলিকম নিয়ন্ত্রক ২৩ ডিসেম্বর, ২০২৪-এ সমস্ত টেলিকম সংস্থাকে শুধুমাত্র ভয়েস-রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিয়েছিল। এর জন্য, সংস্থাগুলিকে এক মাসের সময় দেওয়া হয়েছিল। আদেশে বলা হয়েছিল যে সংস্থাগুলিকে তাদের বর্তমান রিচার্জ প্ল্যানগুলির সঙ্গে এমন প্ল্যান আনতে হবে, যেগুলিতে শুধুমাত্র ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা রয়েছে। যাঁদের ডেটার প্রয়োজন নেই তাঁদের জন্য এই ধরনের পরিকল্পনা প্রয়োজনীয়। ফিচার ফোন ব্যবহারকারীদের পাশাপাশি যাঁরা দুটি সিম ব্যবহার করেন তাঁরাও এতে উপকৃত হবেন।

Jio এই প্ল্যান নিয়ে এসেছে

Advertisment

TRAI-এর নির্দেশ মেনে, Jio ৪৫৮ টাকা এবং ১,৯৫৮ টাকার প্ল্যান লঞ্চ করেছে। ৪৫৮ টাকার প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এতে, আপনি সারা দেশে বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং ১,০০০টি বিনামূল্যে SMS পাবেন। এতে মোবাইল ডেটা দেওয়া হয়নি। প্ল্যানের সঙ্গে Jio Cinema এবং Jio TV অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। একইভাবে, ১,৯৫৮ টাকার প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ হবে। এতে আপনি বিনামূল্যে কলিং এবং মোট ৩,৬০০টি SMS পাবেন। এতে মোবাইল ডেটাও দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন ভয়েস অনলি প্ল্যান Airtel-এর? বিরাট বিবৃতি সংস্থার

Airtel এই প্ল্যানগুলি চালু করেছে

Jio-এর মতো Airtelও দুটি ভয়েস ওনলি প্ল্যান চালু করেছে। কোম্পানি ৫০৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং ৯০০ SMS অফার করছে। একই সময়ে, ১,৯৯৯ টাকার প্ল্যানে, গ্রাহকরা এক বছরের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং এবং ৩০০টি SMS পাবেন।

airtel reliance jio recharge offer Airtel Recharge plan Airtel data plans Reliance TRAI
Advertisment