Advertisment

jio and airtel recharge plan hike: রিচার্জে জোর ধাক্কা, আজ থেকেই কার্যকর নতুন ট্যারিফ, সম্পূর্ণ তালিকা দেখে নিন এক ঝলকে

Airtel এবং Jio-এর প্রিপেড এবং পোস্টপেইড প্ল্যান আজ থেকে অর্থাৎ ৩রা জুলাই থেকে দামি হয়ে গিয়েছে। টেলিকম কোম্পানিগুলো তাদের মোবাইল ট্যারিফগুলির দাম ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Airtel, Jio, Recharge Plan Hike, Airtel,Reliance Jio,Tariff Plans, Vodafone Idea, Vodafone idea Tariff Hike, Vodafone idea prepaid plan 2024, VI Tariff Plan 2024, VI Recharge Plan 2024, New tariff plans, Airtel, Jio, VI, price hike, data plans, unlimited calls, prepaid, postpaid, 5G services, 4G plans, voice calls, internet packs, validity, recharge offers, monthly plans, quarterly plans, annual plans, network providers, telecom sector, cost increase, subscriber plans, mobile data, SIM cards, high-speed internet, talk time, top-up plans, customer base, competitive pricing, plan comparison, network coverage, additional benefits, plan upgrade, telecom industry, base price, bundled services, extra charges,

Airtel এবং Jio-এর প্রিপেড এবং পোস্টপেইড প্ল্যান আজ থেকে অর্থাৎ ৩রা জুলাই থেকে দামি হয়ে গিয়েছে। টেলিকম কোম্পানিগুলো তাদের মোবাইল ট্যারিফগুলির দাম ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ।

jio and airtel recharge plan hike: আজ থেকে এয়ারটেল এবং জিও রিচার্জ আরও দামি। নতুন প্ল্যানের সম্পূর্ণ তালিকা দেখে নিন এক ঝলকে।

Advertisment

Airtel এবং Jio আজ থেকে তাদের প্রিপেইড এবং পোস্টপেইডের জন্য নতুন রেট কার্যকর করেছে। এই দুটি শীর্ষ টেলিকম কোম্পানি তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। একই সময়ে, Vi আগামীকাল অর্থাৎ 4 জুলাই থেকে তার নতুন প্ল্যান কার্যকর করতে চলেছে। যা আগের ট্যারিফের তুলনায় বেশ ব্যায় বহুল।

Airtel এবং Jio-এর প্রিপেড এবং পোস্টপেইড প্ল্যান আজ থেকে অর্থাৎ ৩রা জুলাই থেকে দামি হয়ে গিয়েছে। টেলিকম কোম্পানিগুলো তাদের মোবাইল ট্যারিফগুলির দাম ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে । একই সময়ে, Vi (Vodafone-Idea) এর প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানগুলিও আগামীকাল অর্থাৎ ৪ঠা জুলাই থেকে ব্যয়বহুল হয়ে যাবে। আসুন, আমাদের জানা যাক Airtel এবং Jio-এর কোন রিচার্জ প্ল্যানের জন্য আপনাকে এখন কত খরচ করতে হবে।

Jio এবং Airtel তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। Jio-এর 19টি প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। Airtel-এর 28 দিনের প্ল্যান এখন 179 টাকা থেকে বেড়ে 199 টাকা হয়েছে।

Jio এবং Airtel গত মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছিল। যা আজ থেকে অর্থাৎ ৩রা জুলাই থেকে কার্যকর হয়েছে। এখন রিচার্জ করতে ব্যবহারকারীদের বেশি টাকা দিতে হবে। প্রিপেড, টপআপ এবং পোস্টপেইড প্ল্যান সহ Jio-এর মোট 19টি প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। Reliance Jio-এর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান, যা আগে ছিল 155 টাকা, এখন বেড়ে হয়েছে 189 টাকা।

এখন Airtel-এর 28 দিনের প্ল্যান, যা আগে 179 টাকায় পাওয়া যেত, এখন ব্যবহারকারীদের জন্য 199 টাকায় পাওয়া যাবে। ভোডাফোন ইন্ডিয়ার বর্ধিত দাম আগামীকাল অর্থাৎ ৪ঠা জুলাই থেকে কার্যকর হবে।

আরও পড়ুন : < Haier kinouchi dark edition: ‘স্পেশ্যাল ডার্ক এডিশন’, স্টাইলিশ ডিজাইনের এই এসির কম্প্রেসারে পান আজীবন ওয়ারেন্টি >

জিও প্ল্যানের দাম বেড়েছে

Jio-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি 155 টাকায় পাওয়া যেত। এখন এই প্ল্যানের জন্য গ্রাহকদের 189 টাকা দিতে হবে। এই প্ল্যানের বৈধতা 28 দিন। গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। এর পাশাপাশি, যদি আমরা মিড-রেঞ্জ প্ল্যানের কথা বলি, 479 টাকার প্ল্যানটি এখন 579 টাকায় পাওয়া যাবে। এতে আপনি 56 দিনের জন্য প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এর পরে, আজ থেকে 666 টাকার প্ল্যানটি 799 টাকায় পাওয়া যাবে। এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, 999 টাকার প্ল্যানটি দাম বৃদ্ধির পরে 1199 টাকায় পাওয়া যাবে। এতে আপনি প্রতিদিন 3 জিবি ডেটা পাবেন। যেখানে 336 দিনের প্ল্যানের দাম আগে ছিল 1559 টাকা, যা এখন বেড়ে হয়েছে 1899 টাকা। এতে ব্যবহারকারীরা প্রতিদিন 24 জিবি ডেটা পাবেন। যদি আমরা Jio-এর এক বছরের প্ল্যানের কথা বলি, এর দাম আগে ছিল 2999 টাকা, যা বাড়িয়ে 3599 টাকা করা হয়েছে। এতে আপনি প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন।

এয়ারটেলের প্ল্যানের দাম বেড়েছে

Jio-এর মতো এয়ারটেলও তাদের প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে। আগে এয়ারটেলের সবচেয়ে সস্তা প্ল্যানটি ছিল 179 টাকা, যা বাড়িয়ে 199 টাকা করা হয়েছে। এতে 28 দিনের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। এর পাশাপাশি ব্যবহারকারীরা এখন 509 টাকায় 84 দিনের প্ল্যান পাবেন।

আগে এর দাম ছিল 455 টাকা। 479 টাকার প্ল্যানটি এখন 579 টাকায় পাওয়া যাবে। এতে আপনি 56 দিনের জন্য প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। যেখানে 84 দিনের প্ল্যানের দাম আগে ছিল 719 টাকা। যা এখন বেড়ে হয়েছে 859 টাকা। যদি আমরা এক বছরের প্ল্যানের কথা বলি, আগে এর দাম ছিল 1799 টাকা, কিন্তু আজ থেকে এর দাম বেড়ে হয়েছে 3599 টাকা। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন।

airtel jio
Advertisment