Jio Banned 827 Porn Site: এখনও পর্যন্ত অন্যান্য নেটওয়ার্ক পরিষেবার গ্রাহকরা পর্ন সাইটে ঢুকতে পারলেও জিও গ্রাহকরা পারবেন না। পর্নোগ্রাফিক বিষয় বস্তু রয়েছে এমন ৮২৭টি ওয়েবসাইট ব্লক করার জন্য ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পিটিআইয়ের এক রিপোর্টে বলা হয়েছে, উত্তরাখণ্ড হাইকোর্টের আদেশকে অনুসরণ করেই ভারতের বর্তমান সরকার সদ্য এই পদক্ষেপ নিয়েছে।
২৮ সেপ্টেম্বর হাইকোর্টে ফের আপিল করা হলে, হাইকোর্ট জানায়, পর্নসাইট বন্ধ না করলে বাতিল করে দেওয়া হবে ইন্টারনেট প্রদানকারী পরিষেবার লাইসেন্স। উত্তরাখণ্ড হাইকোর্টের দেওয়া এক রায়ের অনুসরণেই সারা দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাতে ওই ৮৫৭টি ওয়েবসাইট বন্ধ করার কথা ঘোষণা করেছিল উত্তরাখণ্ড হাইকোর্ট, যদিও এগুলির মধ্যে প্রায় ৩০ টি পোর্টালে কোনোরকম পর্নোগ্রাফিক বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়নি। এমনটা জানিয়েছে খোদ ভারত সরকারের প্রযুক্তি মন্ত্রক।
আরও পড়ুন:ফের ভারতে বহু সংখ্যক পর্ন সাইট বন্ধের উদ্যোগ
মূলত অপ্রাপ্তবয়স্কদের এই ধরনের সাইট থেকে দূরে রাখার চেষ্টায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে। যদিও সেপ্টেম্বরে এই আদেশ এসেছে, তবে সম্প্রতি ইন্টারনেট ব্যবহারকারীরা এখনও এই বাস্তবতার মুখোমুখি হতে শুরু করে নি। অনেক জনপ্রিয় পর্ন সাইট এখন অনেক নেটওয়ার্কের মাধ্যমে দেখা যাচ্ছে। কিন্তু জিও ব্যবহারকারীদের জন্য সবচেয়ে খারাপ খবর, অন্যান্য নেটওয়ার্ক পরিষেবার লোকজন একটু আধটু দেখতে পেলেও, জিও গ্রাহকরা পারবেন না। তারা সোশ্যাল সাইটে তীব্রভাবে অভিযোগও করেছে, প্রশ্ন তুলেছে "কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি কেন পর্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না?"। ইতিমধ্যে মিমের ঝড় উঠেছে সোশ্যাল সাইটে। তৈরি হয়েছে হ্যাশট্যাগও; #Pornban।
Read full story in English